Sudip Mukherjee: স্বামীকে চুম্বন করায় কটাক্ষের মুখে সুদীপ-পত্নী! ভালবাসা অপসংস্কৃতি নয়, অকপট অভিনেতা

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বহু তারকা জুটিদের মিষ্টি মুহূর্তের ছবি দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় তারকাদের তাঁদের মনের মানুষের প্রতি এরূপ ভালবাসা প্রকাশ করা দেখতেও বেশ ভাল লাগে। কিন্তু অনেক সময় এরূপ করার জন্য তাঁদের দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। বর্তমানে এই কটাক্ষের শিকার হয়েছেন টলি পাড়ার জনপ্রিয় জুটি সুদীপ এবং পৃথা।

ঠিকই ধরেছেন, ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অনিন্দ্য এবং তাঁর স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে অভিনয় করে সুদীপের ( Sudip Mukherjee ) জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া ছিলই, তার উপর ‘ইস্মার্ট জোড়ি’ নামক রিয়ালিটি শোয়ে স্ত্রীর সঙ্গে এসে দর্শকদের কাছে সেরা জুটি হয়ে উঠেছিলেন দু’জনে। সোশ্যাল মিডিয়াতে প্রায় সময়ই সক্রিয় থাকেন এই জুটি। তাঁদের অ্যাকাউন্টে চোখ রাখতে এই জুটির বহু অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখা যায়। আর এই নিয়েই কটাক্ষের শিকার হয়েছিলেন সুদীপ পত্নী পৃথা।

 

বেশ কিছুদিন পূর্বে স্বামীর জন্মদিনে স্বামীকে চুম্বন করে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল পৃথাকে। কিন্তু সেই পোস্ট ঘিরেই কটাক্ষের শিকার হন তারকা পত্নী। একজন ব্যবহারকারী মন্তব্য করেছিলেন,“বাড়িতেই চুমু খেতে পারতেন, বয়স তো কম হল না।” এরূপ কটু মন্তব্যের জবাব সেদিনই দিয়েছিলেন সুদীপ পত্নী পৃথা। আর এরপর অভিনেতা নিজেও এই বিষয় নিয়ে মুখ খোলেন।

অভিনেতার কথায়,“সোশ্যাল মিডিয়ায় সকলেই নীতি পুলিশ।” কিন্তু যারা নেট দুনিয়ায় সংস্কৃতির কথা বলছেন তারা আদতেও ভারতীয় সংস্কৃতির কথা জানেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ মুখার্জি। এছাড়াও অভিনেতা বলেন,“সোশ্যাল মিডিয়ার মতো প্লাটফর্মে কুমন্তব্য করে অনেকেই প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা নাকি নোংরামি করছি, কিন্তু তাদের এই ব্যবহার কি সভ্য?” এককথায় ভালবাসা যে কোনও অপসংস্কৃতি নয়, একথাই সকলের সামনে পরিষ্কার করে দিয়েছেন সুদীপ মুখার্জি।




Back to top button