Sweta Bhattacharya-Rubel Das: প্রেমের জল্পনায় শিলমোহর! ‘যমুনা ঢাকি’র রুবেল স্বেতার পরিবারের সঙ্গে মহাসমারোহে পুজো কাটালেন

‘যা রটে তার কিছু তো ঘটে’। বাঙালির পুজো মানে কাছের মানুষকে নিয়ে নতুন করে সেজে ওঠা। একটু বিশেষ সময় কাটানো পরিবারের সঙ্গে। পুজো মানেই মিলন উৎসব। আনন্দে গা ভাসানোর দিন। তাই আর লুকোচুরি নয়। প্রকাশ্যেই ডেট করছেন রুবেল স্বেতা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক থেকেই রিয়েল লাইফেও যমুনার প্রেমে পরেন রুবেল। ধারাবাহিক চলাকালীন জানা গিয়েছিল, তাদের প্রেমের গুঞ্জন। কিন্তু তখন সে কথা প্রকাশ্যে আনতে চাননি কেউ। তবে পুজোর মরসুমে আর চাপা থাকল না প্রেমের সুবাস।

মনের মানুষ শ্বেতা ও তার বাবা-মায়ের সঙ্গে পুজো কাটালেন রুবেল। প্রতিমা দর্শন থেকে রেস্তোরাঁর ভুরিভোজে দেখা পাওয়া গেল তাদের। পাঞ্জাবি ও শাড়িতে দু’জনেই সাজলেন। হাসিমুখে ছবিও তুললেন সকলে। আর সেখানেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গেল। সম্প্রতি একাধিক জায়গায় একসঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছিলেন স্বেতা-রুবেল। স্বেতার জন্মদিনেও কেক নিয়ে হাজির হয়েছিলেন রুবেল।
img 20221006 215813
টেলিভিশন ইন্ড্রাস্ট্রিতে ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মতো জনপ্রিয় একাধিক সিরিয়াল উপহার দিয়েছেন স্বেতা। রুবেলের চেয়ে অভিনয় জগতের অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে। তাই প্রথম ডাকেই সাড়া মেলেনি স্বেতার। এখনও বন্ধুত্বের সিঁড়ি মজবুত করছেন দু’জনে। তাই প্রকাশ্যে আনছেন না সম্পর্কের কথা। হয়তো আগামী বছর সমারোহে সম্পর্কের কথা জানাবেন।
‘যমুনা ঢাকি’র পূর্বেও ছিল পরিচয়। বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুল, ওই একই ডান্স গ্রুপ থেকে দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছেন । তাই স্বেতাকে রুবেল চেনেন বহুদিন ধরেই। কিন্তু যমুনাঢাকি করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও একটু বেশি হয়ে গেছে তাদের। সম্প্রতি রুবেল সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন তাদের ডেটিংয়ের কথা। তবে চারিদিকে বিচ্ছেদের ঢেউ দেখে এখনই মুখ খুলতে চাইছেন না দু’জনের কেউ।




Back to top button