চুপিসারে মলদ্বীপে পাড়ি, বিমানবন্দরে রশ্মিকা-বিজয়ের উপস্থিতি ঘিরে জোর জল্পনা

অনীশ দে, কলকাতা: অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বিজয় দেবরাকন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দন্ন (Rashmika Mandanna) প্রেম করছেন। কফি উইথ করণ শোয়ে এই বিষয়ে মুখ খোলেন খোদ ‘অর্জুন রেড্ডি’। সম্পর্ক নিয়ে বিজয় এবং রশ্মিকা ইতিবাচক কথা না বললেও তাদের কাজে অন্য ইঙ্গিত পাচ্ছে অনুগামীরা। মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল বিজয় দেবরাকন্ডা অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি লাইগার। অন্যদিকে ৭ অক্টোবর মুক্তি পেল রশ্মিকার প্রথম হিন্দি ছবি গুডবাই। উভয়ের ছবিই বক্স অফিস এবং সমালোচকদের কাছে প্রিয় হয়ে না উঠতে পারলেও দুই তেলেগু স্টার এখন ছুটির মেজাজে।

vijay 2

শুক্রবার মুম্বাই বিমানবন্দরে উপস্থিত হন রশ্মিকা, গন্তব্য মালদ্বীপ। অভিনেত্রী সেখানে পৌঁছানোর পাঁচ মিনিট পরেই সেখানে উপস্থিত হন বিজয় দেবরাকন্ডা। আর এই ঘিরেই শুরু জল্পনা। তবে বিজয়-রশ্মিকা একসঙ্গে মালদ্বীপ যাচ্ছেন? এর আগেও একাধিকবার তাদের প্রশ্ন করা হলে তাঁরা জানিয়েছেন যে তাঁরা খুবই ভালো বন্ধু। কিন্তু বিজয় এবং রশ্মিকার কেমিস্ট্রি যে শুধু অনস্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ নন, তা সকলেই জানেন। গীতা গোবিন্দম, ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

vijay 4

বিজয়কে এই বিষয়ে করণ জোহর প্রশ্ন করলে তিনি জানান, “আমরা দুজনেই আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে একে ওপরের সঙ্গে কাজ করেছি। রশ্মিকা খুবই ভালো মানুষ এবং খুবই ভালো বন্ধু। একসঙ্গে ছবিতে কাজ করার সময় আমরা অনেক কিছু শেয়ার করেছি। আর তখন থেকেই একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও মজবুত হয়ে উঠেছে।” অন্যদিকে দুজনের প্রেমের গুজব নিয়ে ভারতবর্ষের ক্রাশ জানান, “আমরা শুরুর দিকে অনেক কাজ করেছি একসঙ্গে। আমরা তখন এই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে চিনতাম পর্যন্ত না। আমরা খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে উঠি।”vijay 3

দক্ষিণী সুপারস্টার হলেও এখন বলিউড নিয়ে ব্যস্ত দু’জনেই। অবশ্য বিজয়ের প্রথম বলিউড ছবি লাইগার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তিনি আবার হায়দ্রাবাদে কাজ করছেন মন দিয়ে। বিজয়ের পরবর্তী ছবি খুশি-তে তাঁর বিপরীতে দেখা যাবে সামান্থাকে। অন্যদিকে পুষ্পা: দ্যা রাইস রশ্মিকাকে ভারতীয় সুপারস্টার করে তুলেছে। একের পর এক বিগ বাজেট ছবি রয়েছে এখন তাঁর ঝুলিতে। আল্লু অর্জুনের পুষ্পা: দ্যা রুল ছবির শ্যুটিং এখন চলছে, সেখানে এবার কোন জাদু দেখাবেন রশ্মিকা? এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমাল ছবিতে জুটি বাঁধতে চলেছেন তিনি।




Back to top button