Gourab Chatterjee: বাজেট বেড়েছে নাকি? এবার বাংলা নয় আমেরিকার মাটি থেকে হবে গাঁটছড়ার শ্যুটিং

প্রত্যুষা সরকার, কলকাতা: ঘুরতে গিয়েও নেই স্বস্তি। স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েও একান্তে সময় কাটাতে পারছেন না গৌরব চট্টোপাধ্যায় ( Gourab Chatterjee )। ব্যস্ত রুটিনের মাঝেই স্ত্রীর সঙ্গে বিদেশ গিয়েছিলেন অভিনেতা। কিন্তু ছুটি আর মিলল কই! বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের ঋদ্ধিমানের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। তাই বিদেশে গিয়ে অবসর সময়ে শ্যুট চালিয়ে যেতে হল অভিনেতাকে। ক্যামেরায় ছিলেন স্ত্রী দেবলীনা কুমার।

কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’ যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন গৌরব ( Gourab Chatterjee )। আর সেই কারনেই কয়েকদিন ধরে ‘গাঁটছড়া’ ( gaatchora ) তে দর্শন মেলেনি তাঁর। ধারাবাহিকে বলা দেখানো হয়েছে, ব্যবসার কাজে দুবাই গিয়েছে ঋদ্ধিমান। তাই বাড়ির কোনও কাজে দেখানো হচ্ছে না তাঁকে।img 20220711 174357

কিন্তু ভক্তরা সে সব মানতে একেবারেই নারাজ। ঋদ্ধিমান সিংহরায়কে ফেরানোর অনুরোধে ভরে গেছে ফ্যানপেজগুলি। অগত্যা কিছুটা বাধ্য হয়েই আমেরিকা থেকেই ‘গাঁটছড়া’ ( gaatchora )য় ফিরলেন তিনি। বিদেশে বসেই সিরিয়ালের বেশ কয়েকটি দৃশ্য শ্যুট করলেন গৌরব ( Gourab Chatterjee )। ফের নতুন পর্বে দেখানো হল, বিদেশ থেকে খড়ির সঙ্গে ফোনালাপ করছেন ঋদ্ধি।

img 20220711 174031

করোনা মহামারির প্রকোপে লকডাউনের সময় থেকে প্রায় সবারই খুব ভালোই রপ্ত হয়েছে প্রযুক্তির এই কারিকুরি। এক সংবাদমাধ্যমকে গৌরব ( Gourab Chatterjee ) জানিয়েছেন, ‘শুনলাম দর্শক আমাকে দেখতে চাইছিলেন। প্রযোজক স্নিগ্ধাদি তাই বললেন আমার সুবিধা মতো কয়েকটা দৃশ্য শ্যুট করে পাঠাতে। কনফারেন্সের পর আমরা একটু ফাঁকা সময় পেয়েছিলাম নিজেদের জন্য। নিউ ইয়র্ক আর লং অ্যাঞ্জেলসে থাকাকালীন দৃশ্যগুলি শ্যুট করেছি।’

তিনি আরও জানান, হোয়াটস্যাপ এবং মেলের মাধ্যমে শুটের সংলাপগুলি পাঠানো হত তাঁকে। সুকৌশলে একের পর এক সাজানো হত বিশ্বের দু’প্রান্তে শ্যুট হওয়া দৃশ্যগুলি। যাতে সম্প্রচারের সময় দর্শকের কোনও অসঙ্গতি চোখে না পড়ে।কি ভাবে এখানে শ্যুটিং কিরেন তিনি এই প্রশ্ন করলে গৌরব ( Gourab Chatterjee ) বললেন, ‘এখন ভাল ফোন থাকলে সবই করা যায়। ওখানে আলোও বেশ পেয়েছি। দেবলীনার ফোন দিয়েই দৃশ্যগুলো শ্যুট করত। তারপর সেগুলো পাঠিয়ে দেওয়া হত।’ এভাবেই দূরে থেকেও অনুরাগীর কথা রেখেছেন গৌরব।’




Back to top button