Idhika Paul: খল চরিত্রেই দর্শকদের মন জয়, পিলুকে ছাপিয়ে রঞ্জাতেই মজে উঠেছেন ধারাবাহিকের অনুরাগীরা

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্র মানেই নায়িকা। তবে এবার এই ধারণাকেই মিথ্যে প্রমাণ করতে পারবে কি রঞ্জা? খল নায়িকা কি সত্যিই নায়িকাকে ছাপিয়ে যাবে। এমনই সব প্রশ্ন উঠছে দর্শকমহলে। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলু। রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল ধারাবাহিকটিতে খল নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। এর আগেও বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। তবে সেসব থেকে পিলু ধারাবাহিকে রঞ্জা যে ছাপিয়ে যাচ্ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

প্রসঙ্গত, অভিনেত্রী ইধিকা পাল একসময়ের জনপ্রিয় ধারাবাহিক কপালকুণ্ডলা, রিমলি-তে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। রিমলি তে অভিনয় করার পর থেকেই তিনি রিমলি নামে পরিচিত হয়েছেন। তবে বর্তমানে পিলু ধারাবাহিকে প্রথম দিকে রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পালকে খলনায়িকা হিসেবে দেখানও হলেও সম্প্রতি তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনুগামীরা। ধারাবাহিকের একেবারে প্রথম দিকে পিলুর স্বামীকে কেড়ে নেওয়ার জন্য নানান কৌশল তিনি ব্যবহার করেছেন। কিন্তু সফল হননি।img 20220829 015253কিন্তু বর্তমানে তিনি যেভাবে বিন্দির মিথ্যের পর্দা ফাঁস করে তাঁর অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরছেন তাতে দর্শকমহলের ধারণা নায়িকাকেও ছাপিয়ে যাবে খলনায়িকা ওরফে অভিনেত্রী ইধিকা পাল। যদিও প্রথম থেকেই ধারাবাহিকে মল্লার এবং রঞ্জাকে নায়ক-নায়িকার পাশাপাশি তুলে ধরেছেন নির্মাতারা। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় কার্যত প্রশংসার ঝড় তুলেছেন অভিনেত্রীর অনুগামীরা। অভিনেত্রী ইধিকা পাল কপাল কুন্ডলার মতো ঐতিহাসিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তা খুব অল্প সময়ের মন কেড়েছিল দর্শকদের।img 20220829 015047কপাল কুন্ডলা এবং রিমলি-তে লিড চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তখন থেকেই মন কেড়েছেন দর্শকদের। কিন্তু দর্শকদের আশঙ্কাকে সত্যি করে রঞ্জার কী পারবে নায়িকাকে ছাপিয়ে যেতে? সেটাই দেখার বিষয়। নাকি আবারও কোনও টুইস্ট দিয়ে শীর্ষে থাকবেন পিলু? মল্লারের সঙ্গে সঠিক সম্পর্কে বাঁধা পড়বেন তো রঞ্জা?এরপর আর কী কী চমক অপেক্ষা করছে দর্শকমহলের জন্য রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল-র তরফ থেকে তা টিভি-র পর্দার চোখ রাখলেই জানা যাবে।




Back to top button