Idhika-Dhruba Jyoti: একেবারে শিব-পার্বতী, শাড়ি-পাঞ্জাবিতে রঞ্জা-মল্লারের পুজোর সাজ মন কেড়েছে নেটিজেনদের

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা ধারাবাহিকটি নায়িকা সহ খল নায়িকা সকলেই প্রায়শই টিভির পর্দার বাইরে সোশ্যাল মিডিয়ায় নানা রূপে নানা ফ্যাশনে দেখতে পাওয়া যায়। তবে এ বিষয়ে কম যান না নায়ক-রাও। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় কখনও বিভিন্ন রিলস-এ কখনও বা ফটোশ্যুটে ধরা দেন। বেশ অনেক ফলোয়ারসও রয়েছে তাঁদের। দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে অভিনেতা অভিনেত্রী থেকে সাধারণ মানুষ সকলেই প্রায় সেজে উঠেছেন বাঙালির এই সবচেয়ে বড় উৎসবের আনন্দে। সোশ্যাল মিডিয়ায় তাঁর উদাহরণ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এমনই এক নতুন রূপে সেজে উঠেছেন জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘পিলু’-এর রঞ্জা এবং মল্লার।

প্রসঙ্গত, রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’-তে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। ‘রিমলি’ তে অভিনয় করার পর থেকেই তিনি ‘রিমলি’ নামে পরিচিত হয়েছেন। তবে বর্তমানে ‘পিলু’ ধারাবাহিকে প্রথম দিকে রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পালকে খলনায়িকা হিসেবে দেখানও হলেও সম্প্রতি তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনুগামীরা। ধারাবাহিকের একেবারে প্রথম দিকে পিলুর স্বামীকে কেড়ে নেওয়ার জন্য নানান কৌশল তিনি ব্যবহার করেছেন। কিন্তু সফল হননি। তবে ধারাবাহিকে রঞ্জা এবং মল্লারের জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শকমহল।img 20220929 120404বর্তমানে মল্লার ওরফে অভিনেতা ধ্রুব জ্যোতি সরকার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ধ্রুব এবং ইধিকা দু’জনেই পুজোর সাজে শাড়ি এবং পাঞ্জাবি পরে রয়েছেন। ‘পিলু’ ধারাবাহিকে বর্তমানে পুজোর এপিসোড দেখানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই পিলু ধারাবাহিকের সব অভিনেতারা পুজোর সাজেই রয়েছেন। তবে মল্লার এবং রঞ্জার এই সাজ ‘পিলু’ ধারাবাহিকের জন্য নয় বরং সেটি জি বাংলার দুর্গা পুজো বৈঠকের। লাল পাড় সাদা শাড়ি, নাকে টানা নত, মাথায় লাল গোলাপ, গায়ে সোনালী গয়নায় সেজেছেন ইধিকা পাশে সাদা-লাল পাঞ্জাবিতে অভিনেতা ধ্রুব। সব মিলিয়ে বেশ নজড় কেড়েছে ছবিটি নেটিজেনদের। ছবিটি অভিনেতা ধ্রুব জ্যোতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই নেটিজেনদের কারও কারও বক্তব্য ‘বাংলা ধারাবাহিকে সেরা জুটি হল রঞ্জা-মল্লারের জুটি’।




Back to top button