Lalkuthi: পরকীয়া কিংবা কুটকাচালি নয়, অভিনব কাহিনীর মধ্যে দিয়ে বাংলা ধারাবাহিকে আজও অদ্বিতীয় যারা

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা ধারাবাহিক গুলোতে বর্তমানে একটি সাদৃশ্য বা ট্রেন্ড হল একটা বরের অনেকগুলো বউ অথবা বৌমা শাশুড়ির কূটকাচালিতে ভরা। এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠল। তবে বিতর্ক কী নিয়ে? সম্প্রতি প্রায়শই টলিপাড়ার বাংলা ধারাবাহিক গুলো টিআরপি লিস্টে শীর্ষে থাকার জন্য বারংবার বিয়ের মুহূর্ত দেখায়। এছাড়াও সাংসারিক ঝামেলা, পরকীয়া তো আছেই। এবার এ বিষয়টি নিয়েই বিতর্ক উঠেছে নেটপাড়ায়। তাঁদের একাংশের প্রশ্ন এমন একটা ধারাবাহিকের নাম বলুন যেখানে উল্লেখ্য সাদৃশ্য গুলো নেই। এই প্রশ্নের জবাবে উঠে এসেছে প্রথমা কাদম্বিনী, লালকুঠি সহ বেশ কয়েকটি ধারাবাহিকের নাম।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গুড্ডি ধারাবাহিকে বারংবার বিয়ের দৃশ্য দেখানো নিয়ে অন্য ধারাবাহিক গুলিও ট্রোলের শিকার হয়েছিল। আবারও প্রায় একি বিষয় নিয়ে নেটপাড়ায় ট্রোলের মুখে পড়ল বাংলা ধারাবাহিকের চ্যানেল গুলো। যদিও এবার শুধু ট্রোল নয় জোরদার বিতর্ক উঠেছে নেটপাড়ায়। প্রথমা কাদম্বিনী, লালকুঠি-র মতো ধারাবাহিক গুলি আসলেই শিক্ষাদানের জন্য শ্রেষ্ঠ। এই ধারাবাহিকে কোনও পরকীয়া নেই, সাংসারিক খুঁটিনাটি বিষয়ে বিবাদ নেই, একটি ছেলের পেছনে দশটা মেয়েও নেই। যেসব ধারাবাহিক গুলো একটি ছেলের পেছনে দশটা মেয়েকে দেখিয়ে টিআরপি লিস্টে শীর্ষে ওঠার চেষ্টা করছে তাঁরা কী মেয়েদের সমাজে তাচ্ছিল্যের দিকে এগিয়ে দিচ্ছেন? সমাজে এর প্রভাব সঠিক ভাবে পড়বে তো? এমনই সব প্রশ্ন উঠছে দর্শকমহলে।যদিও শুধুমাত্র প্রথমা কাদম্বিনী বা লালকুঠি-তেই থেমে থাকেননি উত্তর দাতারা তাঁরা এর সঙ্গে সুবর্ণলতা, এসো মা লক্ষ্মী, গোয়েন্দা গিন্নি, গোধূলি আলাপ সহ বেশ কয়েকটি ধারাবাহিকেরও উল্লেখ করেছেন। আসলে একটি নতুন ধারাবাহিক যে গল্প নিয়েই শুরু হোক না কেন একটা সময় অন্য দের মতো একই রকম বা সদৃশ্য চলে আসায় দর্শকদের একঘেয়ে লাগতে শুরু করে। বর্তমানে টাআরপি লিস্টে টিকে থাকার লড়াইয়ে ধারাবাহিক গুলিতে এমন দৃশ্য দেখানও হয়ে থাকে। তবে উল্লেখ্য ধারাবাহিক গুলো এর ব্যতিক্রম হওয়ার বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমান ধারাবাহিক গুলিতে টুইস্ট আনতেই এমন কৌশল ব্যবহার করে ধারাবাহিক গুলি। তবে এর সবটাই যে খারাপ তা নয়। আরেকটি বড় বিষয় হল গল্পে যদি বিতর্ক না থাকে তাহলে সেই গল্প ততটা মজাদার হয় না সহজ কথায় বলতে গেলে গল্পে টুইস্ট থাকা চাই।