Rooqma Ray: মহাবিপদে রুকমা! চুরি গেল মূল্যবান সম্পদ, নেটপাড়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

জয়ীতা সাহা, কলকাতা: টলি তারকাদের বর্তমানে সিরিয়াল থেকে বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁরা অভিনেত্রী কখনও বা ইউটিউবার। ইনস্টাগ্ৰাম রিলস-এও তাঁদের জুড়ি মেলা ভার। আর এইসব সোশ্যাল মিডিয়ার চ্যানেলে তাঁদের রয়েছে হাজার হাজার অনুগামী। সম্প্রতি এত মানুষ ইউটিউব চ্যানেল খুলেছেন যে কন্টেন্টের অভাব পড়ে গিয়েছে। প্রায়শই এর চ্যানেলের ভিডিও ও চুরি করছে। কপি করছে একজনের কন্টেন্ট আর একজন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই পড়ে যায় বারংবার। বেশ তর্ক বিতর্কের ঝড় ওঠে এই প্রসঙ্গে। এবার এমনই এক বিতর্ক উঠল একজন সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীর নামে। অভিযোগটি করেছেন বর্তমানের জনপ্রিয় ধারাবাহিক অভিনেত্রী রুকমা রায়।

ধারাবাহিক হোক বা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকেন তিনি। বলা ভালো ফিল্ম ক্যামেরা থেকে সোশ্যাল মিডিয়ায় বেশি দেখতে পাওয়া যায় তাঁকে। বর্তমানে অভিনেত্রী লালকুঠি ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিকটিতে তিনি বিক্রম-এর স্ত্রী ওরফে অনামিকা রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন। অনামিকা একজন জুয়েলারি ডিজাইনার। এর আগেও অভিনেত্রী কিরণমালা, খড়কুটো-তে তিন্নি, দেশের মাটি সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। সম্প্রতি নেটমাধ্যমে তিনি বিভিন্ন ভিডিও পোস্ট করেও মন জয় করেছেন সকলের। অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।img 20220909 171836অভিনেত্রী তাঁর ইউটিউব চ্যানেলে প্রারশই তাঁর সেট রিলস সহ বিভিন্ন ভিডিও কন্টেন্ট আপলোড করেন। হাজার হাজার অনুগামী তা দেখে বেশ উচ্ছ্বসিত হন। তাঁরা যে তাঁর ভিডিও ঠিক কতটা পছন্দ করেন তা তাঁর কমেন্ট বক্সটি চেক করলেই বোঝা যায়। রুকমা তাঁর ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। ইতিমধ্যেই সেই ভিডিও তাঁর বেশিরভাগ অনুগামীদের কাছে পৌঁছানোর আগেই, অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেটি কপি করে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। অভিনেত্রীর চোখে পড়তেই তিনি সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীর কমেন্ট বক্সে বিতর্কের ঝড় তোলেন।img 20220909 172400এই একই ঘটনা ঘটেছিল জনপ্রিয় ইউটিউবার বং গাই এর সঙ্গেও। তাঁর করা কন্টেন্ট ইউটিউব ভিডিও কপি করা হয়েছিল তা নিয়েও বেশ শোরগোল পড়ে যায়। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল অভিনেত্রী রুকমা রায়-এর সঙ্গে। এ প্রসঙ্গে অভিনেত্রী ওই ব্যাক্তির সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে জানিয়েছেন ” কী আর করবে, নিজের তো কন্টেন্ট বানানোর ক্ষমতা নেই তাই সেলিব্রিটিদের বানানো কন্টেন্ট দিয়ে যদি একটু দাঁড়াতে পারে।” এ বিষয় নিয়েও যে আবারও জলঘোলা হবে তা বলার অপেক্ষা রাখে না। অভিনয় জগতে পরবর্তীতে অভিনেত্রীর তরফে আরও কি কি চমক অপেক্ষা করছে তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।




Back to top button