Koneenica Banerjee: ভারী জিনিস তোলা বারণ, ফেরেনি কন্ঠস্বর! চেন্নাই থেকে ফিরেও যেন শরীর ভালো নেই কনীনিকার

প্রত্যুষা সরকার, কলকাতা: স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। খুব বেশি দিন শুরু না হলেও ধারাবাহিকের প্রতিবাদী কাহিনী মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকের সঙ্গে সঙ্গে ধারাবাহিকের চরিত্র গুলিকেও ভালবেসে ফেলেছে দর্শকরা। তবে বেশ কিছু দিন হল ধারাবাহিকের প্রধান চরিত্র অর্থাৎ সহচরীকেই আর দেখা যাচ্ছে না। হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন তিনি। তবে কী ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন সহচরী সেনগুপ্ত ওরফে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ( Koneenica Banerjee )।

টলিউডের একজন চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের আগে একাদিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তবে বেশ কিছুদিন হল কোথাও আর তেমন অ্যাক্টিভ থাকেন না তিনি। শোনা গেছে, হঠাৎই কিছু শারীরিক অসুস্থতার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ( Koneenica Banerjee )। শিরদাঁড়ায় গুরুতর জটিলতা দেখা দিয়েছিল তাঁর।

img 20220908 122836

চেন্নাইতে গিয়ে অস্ত্রোপচারও করিয়েছেন অভিনেত্রী। আপাতত কিছুটা সুস্থ হয়েছেন অভিনেত্রী ( Koneenica Banerjee )। চেন্নাই থেকে অস্ত্রোপচারের পর ফিরেছেন বাড়িতে। বাড়িতেই আপাতত বিশ্রামে আছেন কনীনিকা। তবে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিরে আসেনি তাঁর কণ্ঠস্বর। সার্জারির পর থেকেই ভয়েজ এবং ফিজিওথেরাপি চললেও এখন আগের মতো কথা বলতে পারছেন না তিনি।

img 20220908 122757

বুধবার লাইভে এসে এ বিষয়ে অনুরাগীদের বিস্তারিত জানান অভিনেত্রী ( Koneenica Banerjee )। মুখে সেই আগের মতোই হাসি ধরে রেখে তিনি বলেন, ‘আমি ডিপ্রেশনে যায়নি। আজ একটু ভালো করে কথা বলতে পারছি বলে তোমাদের সঙ্গে লাইভে আসা। এর আগে আমার গলা দিয়ে শুধুই হওয়া বেরচ্ছিল… সবে একটা মাস হয়েছে। আশা করি আরও এক-দু’মাসের মধ্যে আমার গলা ফেরত আসবে।’

img 20220908 122544

তিনি আরও বলেন, এখনও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে তাঁকে। পাঁচ মিনিটের বেশি কথা বলা বা যে কোনও ভারী জিনিস তোলা একেবারেই বারণ তাঁর। এমনকী তাঁর মেয়ে কিয়াকেও কোলে নিতে পারবেন না তিনি। তবুও ভেঙে পড়েননি কনীনিকা ( Koneenica Banerjee )। চালিয়ে যাচ্ছেন লড়াই। তাঁর কথায়, ‘আমাদের লড়াই চিরন্তন। লড়ব বলেই এই পৃথিবীতে আসা। তাই হেরে গেলে চলবে না।’

Hello everyone ❤️❤️

Posted by Koneenica Banerjee on Wednesday, 7 September 2022

এখন বেশি কিছু দিন কাজ করবেন না কনীনিকা। সহচরী-হীন ‘আয় তবে সহচরী’। তাই ধারাবাহিকটিকে বন্ধ করার সিদ্ধান্ত নির্মাতাদের। মন খারাপ অভিনেত্রীর ( Koneenica Banerjee )। কিন্তু শারীরিক অবস্থার কারণে বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। অনুরাগীদের উদ্দেশে তিনি বললেন, ‘আমাকে আমার কণ্ঠস্বর ফিরে পেতেই হবে। আমার ভিতরে যে স্বর ছিল সেটা ফিরে আসবে এবং আমি তোমাদের কাছে ফিরতে পারব। কাজ নিয়ে ফিরতে পারব। আবার তোমাদের বিনোদন দিতে পারব।’




Back to top button