Mithai: মিঠাই-সিডের কোলে এক রত্তি, মনোহরায় কি তবে এবার নতুন চমক? প্রশ্ন অনুরাগীদের

সম্প্রতি প্রচারিত টিভি সিরিয়ালগুলির মধ্যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে ‘মিঠাই’ ( Mithai ) এর। গত বছর যখন এই ধারাবাহিক শুরু হয়েছিল, তখন থেকেই টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে এসেছে ‘মিঠাই’। সেখানে বর্তমানে শীর্ষস্থান হারিয়েছে এই ধারাবাহিক। অনেকেরই ধারণা ধারাবাহিকের গল্প অপরিবর্তনীয় রয়েছে, আর এই কারণেই জনপ্রিয়তা হারিয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের গল্পে বদল আনার জন্য ইতিমধ্যে লেখিকার কাছে অনুরাগীরা অনুরোধ জানিয়েছে। আর এসবের মধ্যেই নেট মাধ্যমে ছড়িয়ে গেল মিঠাই এবং সিডের একটি ছবি, দেখে অনেক দর্শক ভাবছেন যে হয়তো নতুন কোনও গল্প নিয়ে ফিরতে চলেছে মিঠাই।
‘মিঠাই’ ধারাবাহিকের মূল তারকা সিদ্ধার্থ এবং মিঠাইয়ের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকাংশে কমে গেলেও এই দুই তারকার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। নেট মাধ্যমে সবসময়ই সিড এবং মিঠাইয়ের মধুর সম্পর্কের বিভিন্ন ছবি চোখে পড়ে। ইতিমধ্যে এরকমই একটি ছবি দেখে চোখে জল এসেছে অনুরাগীদের।
View this post on Instagram
বিপুল জনপ্রিয়তার দরুন সোশ্যাল মিডিয়ায় বহু ফ্যান পেজ রয়েছে ‘সিডাই’ এর। আর সেসব ফ্যান পেজের একটিতে এদিন একটি ছবি পোস্ট করা হয়। এই ছবিতে দেখা গিয়েছে, একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সিড এবং মিঠাই। সেই খুদেকে নিয়ে সিড এবং মিঠাইয়ের মিষ্টি মুহূর্ত দেখে মন গলেছে অনুরাগীদের। প্রথমে ছবিটি দেখে অনেকেই মনে করেছিলেন যে, ধারাবাহিকের গল্পের বদল হতে চলেছে, এবং আগামী পর্বে মিঠাই এবং সিদ্ধার্থর সন্তান রূপে ধরা দেবে সেই খুদে।
যদিও এই ধারণা একেবারেই ভুল। ছবিটি ধারাবাহিকের শ্যুটিংয়ের কোনও অংশ নয়। আদতে এটি একটি ফ্যান মোমেন্ট। আসলে ধারাবাহিকের শ্যুটিংয়ের ফাঁকে অনেক ভক্তরা নায়ক নায়িকাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরকম দেখা করতে আসা কোনও অনুরাগীর সন্তানের সঙ্গেই হয়তো ছবি তুলছেন মিঠাই এবং সিড। ছবিটি দেখে ভালোবাসাময় মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।