Mithai: এখনও চলছে মন কষাকষি! আর কি কোনও দিন মিল হবে না সিড-মিঠাইয়ের?

মিঠাই ধারাবাহিক চলছে ‘নিপার বিয়ে’।সবাই উৎসুক হয়ে মজে আছে মিঠাই পরিবারের হই-হল্লায়। নাচে-গানে জমে উঠেছে নিপার বৌভাত। দাদা দিদি থেকে দাদু ঠাম্মি সকলেই হিন্দি গানের তালে নাচে অংশ নেয়। এমনকি নিপার আবদারে সিদ্ধার্থ পর্যন্ত নাচ করে মিঠাইয়ের সঙ্গে। তবে আভাস পাওয়া যাচ্ছে, খুশির মাঝেই লুকিয়ে আছে নতুন কোনও বিপদ। তাই যেন মান- অভিমান ছাড়তেই চাইছে না মিঠাই সিডকে।
মিঠাইকে আগেই উচ্ছে বাবু জানিয়েছে যে মিঠাইকে ছেড়ে কোনদিন সে থাকতে পারবে না। তাদের মুখে এসব কথা শুনেই দর্শক বুঝতে পারছে বিপদ ঘনিয়ে আসছে। বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তবু তার আগেই চলছে মিঠাই সিডের সাংসারিক মন কষাকষি। সিড মিঠাইয়ের ওপর অভিমান করেছে। সকলের সামনে মিঠাইয়ের সঙ্গে নাচ গান করলেও, আড়ালে যেন মেঘ জমে আছে সিডের মনে। মিঠাই আপ্রাণ চেষ্টা করছে, উচ্ছে বাবুর মন ঠিক করতে। উচ্ছে বাবু জানায়, কোনো দায়িত্ব মিঠাই নিতে চাইছে না। ইদানীং যেন সব উচ্ছে বাবুর ওপর চাপিয়ে দিয়ে নিস্কৃতি পেতে চাইছে মিঠাই। এমনকী নিপার বিয়ের উপহারও সিড একাই ঠিক করেছে। মিঠাই যেন সবার মধ্যে থেকেও নেই।
মিলনের মধ্যেও বিচ্ছেদের সানাই। আজই বিয়ের অনুষ্ঠানে হতে পারে অতর্কিত আক্রমণ। মিঠাই ভক্তরা এখন চরম অনিশ্চয়তায়। আদৌ মিঠাই সিডকে নিয়ে তাদের স্বপ্ন পূরণ হবে তো নাকি ঘটবে নতুন কোনো বিপর্যয়। “জীবন- মৃত্যুর টানাপোড়েনে মিঠাই”- আজকের মেগা এপিসোড। আজকে টিভির পর্দা থেকে চোখ সরাবেন না মিঠাই দর্শক। তবে ধারাবাহিকে ধীরে ধীরে ফিরছে পুরানো ছন্দ। মিঠাইয়ের বিপদেই যেন মানুষ একত্রিত হচ্ছে। আগামী দিনে মিঠাই কী আবার সেরার শিরোপা পাবে? সেই প্রশ্নই আসছে মনে।