Neel-Trina: বিয়ের পর প্রথম বার টলিপাড়ায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ত্রিনীল! দেখে নিন সেই ভিডিও

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা টেলিভিশনে খোকাবাবু সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর প্রথম আত্মপ্রকাশ। ‘জয় কালী কলকাতাওয়ালী’ , ‘খড়কুটো’ সহ নানান জনপ্রিয় সিরিয়াল এবং ওয়েব সিরিজে দেখা মিলেছে তাঁর। প্রাণচঞ্চল, ছটফটে একটি মেয়ে তৃণা সাহা। বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী গুনগুন ওরফে তৃণা সাহা রিল লাইফের নয় রিয়েল লাইফের স্বামী নীল ভট্টাচার্য্যের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন।

বর্তমানে রিয়েল লাইফে সেরা জুটি বলতে নীল-তৃণার জুটিকেই বোঝেন দর্শকমহল। ভক্তদের অনেক দিনের ইচ্ছাকে এবার সত্যি করে নীল-তৃণা জুটি বেঁধে কাজ করতে চলেছেন। বিয়ের পর এটি তাঁদের একসঙ্গে প্রথম কাজ। সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে নীল-তৃণা বৃষ্টির মধ্যে একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছেন। এক অপলক প্রেমের দৃষ্টিতে তাঁকিয়ে রয়েছেন নীল ভট্টাচার্য্যের দিকে। ভিডিওটি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। কয়েক সেকেন্ডের ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে এই সুপারহিট জুটির পুরো ভিডিও।img 20220821 122259আজকের সকলের প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্য একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘ঠিক যেন লাভ স্টোরি’, কৃষ্ণকলির মতো সিরিয়াল গুলিতে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। সম্প্রতি তৃণা সাহা অভিনীত খড়কুটো সিরিয়ালে গুনগুন মারা গিয়ে ইতি টেনেছেন সিরিয়ালের। গুনগুনের মৃত্যু দিয়ে জনপ্রিয়, হাসিখুশি সিরিয়ালের ইতি টানায় মন খারাপ দর্শকদের। তবে এর মধ্যে ভক্তদের প্রিয় ‘ত্রিনীল’ জুটিকে একসঙ্গে কাজ করতে দেখায় আপ্লুত নেটপাড়া।img 20220821 122438প্রসঙ্গত, সৃজিত মুখার্জীর পরবর্তী ছবি ‘লাহো গৌরাঙ্গর নাম রে’-তে পরমব্রত চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে। অভিনেত্রী তৃণা সাহা জানিয়েছেন, তাঁর ও নীল ভট্টাচার্য্যের এই ভিডিওটি মূলত দর্শকদের জন্য একটি উপহার। তাঁরা অনেক দিন ধরেই চাইছিলেন সেলিব্রিটি যুগল একসঙ্গে কাজ করুক। সূত্রের খবর,‌ ভিডিওটিতে সংগীত পরিবেশন করবেন অন্যতম সংগীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। মূলত শহর কলকাতাকে নিয়েই এই প্রমের গানটি পরিবেশন করবেন তিনি। ভিডিওটি প্রকাশিত হবে সারেগামাবেঙ্গলী-র ইউ টিউব চ্যানেলে।




Back to top button