Nita Ambani: রোবট কিনে ফের লাইমলাইটে নীতা আম্বানি! দাম শুনলে অবাক হবেন আপনিও

জয়ীতা সাহা, কলকাতা: কথায় আছে টাকা থাকলে ভুতেরও শ্রাদ্ধ হয়। তবে শুধু ভুতের শ্রাদ্ধ নয় মানুষেরও কল্পনার বাইরের শখও পূরণ হয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় একজন হলেন মুকেশ আম্বানী( Mukesh Ambani ) । তাঁর অনেক টাকা। শখ পূরণের জন্য তাঁর পরিবারকে কখনই মধ্যবিত্তদের মতো দু’বার চিন্তা করতে হয় না। শখ হয়েছে মানেই কিনে ফেলো এমনটাই তাঁর পরিবারের সদস্যদের ভাবনা। মুকেশ আম্বানির( Mukesh Ambani ) স্ত্রী নীতা আম্বানি প্রায়শই তাঁর কর্মকান্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন।

মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি( Nita Ambani )র তিন সন্তান রয়েছে। ইশা,আকাশ এবং অনন্ত তাঁর মা বা বাবার মতো ততটাও চর্চিত নয় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একটি রোবট কিনেছেন। মূলত শখ পূরণ করতেই এই রোবট কেনা তাঁর। দামী রোবটটি কেনার মাধ্যমে আবারও লাইমলাইটে এসেছেন নীতা। সূত্রের খবর, রোবটটি একজন মানুষের চিন্তা অনুযায়ী সব কাজ করতে পারে। তবে এই আশ্চর্য জনক রোবটটির দাম কত জানেন?img 20220918 124550যেহেতু মুকেশ আম্বানি( Mukesh Ambani )বিশ্বের ধনী ব্যবসায়ীদের একজন তাই তাঁর স্ত্রীর যে দামী দামী শখ থাকবে তা বলাবাহুল্য। বাড়িতে নীতা আম্বানির সব কাজের জন্যই এই রোবটটি তিনি কিনেছেন। রোবটটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও ‌। বহুমূল্য এই রোবটটির দাম হল ৩,৬৯৭,৬৬৪,৬০০.০০ টাকা থেকে ৯,৪১২,৪৩৬,৬০০.০০ টাকা এর মধ্যে। নীতা আম্বানি তাঁর জীবনযাত্রা নিয়ে বেশ সচেতন। নীতা আম্বানি সকালে যে চা পান করেন তার দাম প্রায় ৩ লক্ষ টাকা। নীতা আম্বানির( Nita Ambani ) প্রতিটি পোশাক লক্ষ টাকার। বলতে গেলে একজন রানির মতো জীবনযাপন করেন নীতা।

 

 

 

 




Back to top button