Mahalaya: মহিষাসুরমর্দিনীর চার রূপে হাজির পিলু-রঞ্জারা! মহালয়ার ভোরে কোন অবতারে ধরা দেবেন অভিনেত্রীরা?

জয়ীতা সাহা, কলকাতা: মহালয়ার শারদপ্রাতে দেবীর নানা রূপের বর্ণনায় সেজে ওঠে জগত সংসার। দেবী পক্ষের এই সূচনা কাল যেন আরও একবার মনে করিয়ে দেয় পৃথিবীতে নারী জাতির শক্তির বহিঃপ্রকাশকে। মহালয়ার পুণ্যতিথিতে আবির্ভূতা হবেন দেবী ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। দেবীর নানা রূপের নানান কাহিনী নিয়ে আসছে ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার শারদপ্রাতে ভোর পাঁচটায় জি বাংলার বিশেষ নিবেদন ”সিংহবাহিনী ত্রিনয়নীর” এই নানান রূপের আখ্যান।

সম্প্রতি নেটমাধ্যমে জি বাংলার তরফে বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ‘সিংহবাহিনী ত্রিনয়নীর’ এই নানান রূপের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বেশ কয়েকজন ধারাবাহিকের অভিনেত্রীকে। দেবী স্কন্দমাতার চরিত্রে দেখা যাবে লালকুঠি ধারাবাহিকের অনামিকা ওরফে অভিনেত্রী রুকমা রায়-কে। এই দেবী মূলত তারকাসূর বদকারী কার্তিকের জননী। দেবী স্কন্দমাতা চিত্ত শুদ্ধি করেন। নেটমাধ্যমে প্রকাশিত স্কন্দমাতা রূপী রুকমার সাজপোশাকে বেশ সামঞ্জস্য রাখা হয়েছে। তাঁর দৃষ্টি যেন কেবলই শান্তির বার্তা দিচ্ছে। একটি হাত তুলে দেবী সকলকে আশীর্বাদের ইঙ্গিত দিচ্ছেন।img 20220906 194750দেবী কুষ্মান্ডার চরিত্রে অভিনয় করছেন পিলু ধারাবাহিকের পিলু ওরফে অভিনেত্রী মেঘা দা। মূলত দেবী কুষ্মান্ডা বিশ্ব ব্রক্ষ্মান্ডের সৃজন সৃষ্টি করেন। তাঁর ত্রিনয়নের জ্যোতি থেকেই সৃষ্টি হয় মহালক্ষ্মী, মহাকালী এবং মহাসরস্বতীর। সিংহবাহিনীর এই রূপের সামঞ্জস্য রাখা হয়েছে তাঁর সাজপোশাকেও। এর আগেও জি বাংলার তরফে দেবীর এই রূপের একটি ছোট অংশের ভিডিও প্রকাশ করা হয়েছিল। এবার তারই চারটি রূপকে আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে।img 20220906 195140দেবীর এই রূপের একটি অন্যতম রূপ হল দেবী গন্ধেশ্বরী। এই রূপের চরিত্রে অভিনয় করেছেন গৌরি এলো ধারাবাহিকের গৌরি ওরফে অভিনেত্রী মোহনা মাইতি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিটিতে চোখ রাখলে দেখা যাবে তাঁর চোখে যেন তীব্র ক্রধ। অসুরের প্রতি তাঁর ক্রোধ যেন কিছুতেই সংবরণ করতে পারছেন না তিনি। পরনে রয়েছে একটি গোলাপী রঙা শাড়ি। সুন্দর গয়নায় তাঁকে যেন অদ্বিতীয় করে তুলেছে। তাঁর এই দৃষ্টিতে যেন অসুরের বিনাশ অনিবার্য।img 20220906 195345দেবীর অন্যতম একটি রূপের চরিত্রে অভিনয় করেছেন পিলু ধারাবাহিকের রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল। দেবীর এই রূপের বৈশিষ্ট্য হল তিনি শুম্ভ, নিশুম্ভ-কে বদ করতে দেবী চন্ডিকা রূপে আর্বিভুত হন। দেবী চন্ডিকার এই রূপের সঙ্গে অভিনেত্রীর সাজপোশাকেও অত্যন্ত মাধুর্য্য রাখা হয়েছে। তাঁর পরনে রয়েছে একটি লাল শাড়ি। তাঁর দৃষ্টি যেন অচিরেই বিনাশ ঘটাবে জগতের সকল পাপের। তাঁর মাথায় রয়েছে জটা, এই রূপ একপ্রকার শিবের রুদ্র মূর্তিকে নির্দেশ করছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Back to top button