Alia-Ranbir: আলিয়ার ঘুম সম্পর্কে এ কি বললেন রণবীর! সংবাদমাধ্যমের সামনেই মুখ খুললেন

জয়ীতা সাহা, কলকাতা: বলিউড থেকে টলিউড অনস্ক্রিন জুটি থেকে অফস্ক্রিন গাঁটছড়া বেঁধেছেন অনেক তারকায়। তবে বলিউড দুনিয়ায় ২০২২ এ গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। রিয়েল লাইফে গাঁটছড়া বাঁধার পর সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবি ব্রক্ষ্মাস্ত্রে এক অপরের বিপরীতে দেখা গিয়েছে তাঁদেরকে। জীবনে প্রথম বার এবং রিয়েল লাইফে বিয়ের পর তাঁরা অনস্ক্রিন জুটি বেঁধেছেন। ব্রক্ষ্মাস্ত্র ছবিটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তাঁদের জুটি বেশ পছন্দ করেছেন দর্শকমহল। প্রতিটি সম্পর্কেই একে ওপরের সঙ্গে কিছু না কিছু মানিয়ে নিতে হয়। রিয়েল লাইফেও এই তারকা যুগলকে বেশ কিছু জিনিস মানিয়ে নিতে হয়েছে। সে বিষয়েই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ খুললেন রণবীর কাপুর।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে আত্মপ্রকাশ আলিয়া ভাট-র। এরপর ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার মুভি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছেন, আলিয়ার ঘুমের সঙ্গে আমাকে মানিয়ে নিতে হয়েছে। তিনি আরও বলেন আলিয়া ঘুমের ঘোরে বিছানায় এক মাথা থেকে আরেক মাথায় ঘড়ির কাঁটার মতো ঘোরেন। তাঁর পা থাকে এককোণে আর মাথা এক কোণে।আলিয়ার বক্তব্য তিনিও রণবীরকে খুব পছন্দ করেন। তাঁর চুপ থাকা বেশি পছন্দ করেন তিনি। চলতি বছরেই এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী আলিয়া ভাট এবং রণবীর কাপুর। চলতি বছরেই জুনে আলিয়ার মা হতে চলেছেন তার প্রকাশ্যে আসে। এ কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন আলিয়া। এ নিয়েও বেশ জলঘোলা হয় সে সময়। যেহেতু আলিয়া মা হতে চলেছেন তাই আলিয়ার এই অভ্যাস একটু বেশিই সহ্য করতে হচ্ছে রণবীরকে। আলিয়া যখন খাটের এক কোণে মাথা এবং খাটের আরেক কোণে পা দিয়ে ঘুমিয়ে থাকেন। তখন রণবীরের জন্য একটুখানি জায়গা বরাদ্দ থাকে। তিনিও এটির সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেকে।