Rekha-Amitabh Bachchan: অন্য রকম ভালোবাসা, অমিতাভকে দেখলেই সমস্ত সংলাপ ভুলে যেতেন রেখা, কেন এমন হত অভিনেত্রীর?

জয়ীতা সাহা, কলকাতা: ভারতীয় সিনেমা ১০০ বছরেরও বেশি সময় পার করে ফেললেও, থেকে গিয়েছে কত স্মৃতি। বলা ভালো অভিনেতা, অভিনেত্রীদের কত হাস্যকর স্মৃতি। সেই সব অভিনেতা, অভিনেত্রীদের কাছে শ্যুটিং সেটটায় ছিল একসময়ের পরিবার আরেকটি বাড়ি। একসময় যাঁদের সিনেমা রিলিজ হতেই সাড়া পড়ে যেত আজ তাঁরা অতীত। তবে হ্যাঁ তাঁরা শুধু চোখের অতীত, মনের অতীত তাঁরা কখনই হবেন না। দর্শকদের জন্য তাঁদের অভিনীত ছবি গুলি রয়ে যাবে উপহার হিসেবেই। এমনই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন, অমিতাভ বচ্চন এবং রেখা আগরওয়াল।

বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে একটি জনপ্রিয় নাম হল রেখা। সবমিলিয়ে ১৮০-টির-ও বেশি ছবির অভিনয়ে তাঁকে দেখা গিয়েছে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার মুভি। জনপ্রিয় এই অভিনেত্রী অভিনেতা অমিতাভ বচ্চনের বিপরীতেও অভিনয় করেছেন।অভিনেত্রী একটি জনপ্রিয় চ্যাট শো’তে জানিয়েছিলেন অভিনেতা অমিতাভের বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি নাকি ডায়লগ ভুলে যেতেন। হ্যাঁ কথাটি শুনতে বেশ হাস্যকর হলেও এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনেত্রী রেখা-র একটি প্রেমের সম্পর্ক ছিল এমনও গুঞ্জন শোনা যায় তবে এ বিষয়টি তাঁরা স্বীকার করেননি। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করতে গিয়ে কেন তিনি ডায়লগ ভুলে যেতেন তার কারণও জানিয়েছিলেন অভিনেত্রী।img 20220914 114519সিমি গ্ৰেওয়ালের চ্যাট শো- ‘রানদেউ উইথ সিমি গ্ৰেওয়ালে’ অভিনেত্রী বলেছিলেন,” আমার এবং অমিতাভের ‘দো আনজানে’ ছবির আগে অমিতাভের ‘দিওয়ার’ ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিতে অমিতাভ সুপারস্টার হয়ে যায়। ছবিটি প্রচুর মানুষের পছন্দের হয়ে যায়। তাঁর জনপ্রিয়তা আমার থেকেও উপরে পৌঁছায় আর এরপর ‘দো আনজানে’ ছবির শ্যুটিং এ আমি অমিতাভকে দেখলেই সব ডায়লগ ভুলে যেতাম। অমিতাভ বচ্চন এবং রেখার একসঙ্গে শেষ ছবি সিলসিলা।img 20220914 115223অভিনেত্রী আরও জানিয়েছিলেন,” দো আনজানে ছবিতে আমি যেহেতু তাঁকে দেখলে সব ডায়লগ ভুলে যেতাম তাই অমিতাভ আমাকে বলেছিল- শোন, সংলাপটি মনে রেখো।” অভিনেত্রী এও জানিয়েছিলেন অমিতাভ বচ্চনের যতই কষ্ট হোক না কেন তিনি কখনই তা সকলের সামনে ব্যক্ত করতেন না। এমনকি ‘গঙ্গা কি সৌগন্ধ’ ছবিটির শ্যুটিং-এ বেশ কষ্ট পেয়েছিলেন অমিতাভ কিন্তু কখনও তা তাঁর মুখভঙ্গিতে স্পষ্ট হতে দেননি।




Back to top button