Sudipa Chatterjee: “খালি নাটক….”, মায়ের বিদায় বেলায় চোখে জল সুদীপার, কটাক্ষ নেটিজেনদের

জয়ীতা সাহা, কলকাতা: সেলিব্রিটিদের মানুষ ততটা পছন্দ করেন কোনও অনৈতিক কথা বললে বা কাজ করলে তাঁকে কোনঠাসাও করতে পারেন। টিভির পর্দায় এক জনপ্রিয় মুখ হলেন সুদীপা চ্যাটার্জি। জি বাংলায় অন্যতম একটি শো হল রান্নাঘর। বেশ কিছু বছর ধরে এই শো টির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চ্যাটার্জি। এই শো’তে তাঁকে বেশ পছন্দ করেছিলেন দর্শকমহল। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বক্তব্যে অত্যন্ত অসন্তুষ্ট হন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনরোষের মুখেও পড়েন সুদীপা।

সদ্যই কেটেছে বিজয়া দশমী। ঘরে ফিরেছেন উমা। সকলেরই মন খারাপ। রান্নাঘর খ্যাত সুদীপা-র বাড়িতেও দুর্গা পুজোর শেষ দিনে উমার বিদায় বেলায় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ তাঁর এই কান্নাকে ‘নাটকবাজি’ বলেও মন্তব্য করেছেন। কয়েকদিন আগেই সুদীপার বুটিকের শাড়ি নিয়েও বেশ শোরগোল চলে। জনপ্রিয় মুখ সুদীপা একজন ডেলিভারি বয় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন এর ফলে তাঁকে অত্যন্ত অহংকারী বল মনে করেছিলেন নেটিজেনরা। img 20221007 183640সময় পেরিয়েছে তবে তাঁর প্রতি মানুষের ক্ষোভ যেন কিছুতেই কমছে না। তাঁর নিজের বক্তব্যের ফলে তিনি ক্ষমা চাইলেও তা কিছুতেই মানতে নারাজ সাধারণ মানুষ। তাঁর বাড়ির দুর্গা পুজোয় উমার বিদায় বেলায় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অঝোরে কান্না শুরু করেন সুদীপা। তাঁর এই কান্না দেখে নেটিজেনদের কেউ কেউ লিখেছেন,” খালি নাটকবাজি করে ফুটেজ খাওয়ার ধান্দা।” কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “ন্যাকামির শেষ নেই।” অন্যজন লিখেছেন “যত্তসব ন্যাকামি”। সুদীপার ডেলিভারি বয়দের নিয়ে মন্তব্যের জন্য তারকা সহ সকলেই তাঁর মন্তব্যের বিপরীতে থেকেছেন আজও থাকছেন তা এই মন্তব্য গুলির দ্বারা স্পষ্ট।




Back to top button