Serial TRP list- দেখে নিন এই এই সপ্তাহে মেগা সিরিয়ালের সেরা পাঁচের তালিকায় কে কে আছে

অহেলিকা দত্ত, কলকাতা-  জি বাংলা(zee bangla) থেকে শুরু করে স্টার জলসা (Star Jalsha) সন্ধে হলেই বাঙালির একমাত্র ভরসা। আর এদিকে সিরিয়াল দেখে না এমন মেয়ে বিরল। তাই রিমোর্ট নিয়ে মেয়েদের সাথে ছেলেদের ঝামেলা অনিবার্য। একটার পর একটা সিরিয়াল(Serials) বাংলা(Bengali) জগতে ঝড় তুলছে। প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি(TRP) লিস্টে বাজিমাত করলো স্টার জলসা(star jalsa)। স্টার জলসার(star jalsa) নতুন সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারি প্রথম সেরা পাঁচের জায়গা করে নিল।  যদিও এখনও অক্ষুণ্ণই আছে জি বাংলার(zee bangla) অন্যতম সেরা সিরিয়াল মিঠাই (Mithai)।

এই নিয়ে টানা ৪০ সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলো মিঠাই(mithai)। যদিও আগের থেকে এবার পাল্টালো টিআরপি (TRP) তালিকা। প্রথম স্থানে আছে মিঠাই যার প্রাপ্ত নম্বর (৯.০) , এরপর দ্বিতীয় স্থানে আছে খুকুমণি হোম ডেলিভারি যার প্রাপ্ত নম্বর (৮.৯) , এই সপ্তাহে তৃতীয় স্থানে আছে উমা যার প্রাপ্ত নম্বর (৮.৬), একই স্থানে রয়েছে অপরাজিতা অপু। এর পরই চতুর্থ স্থানে রয়েছে যমুনা ঢাকি যার প্রাপ্ত নম্বর (৮.৫)। এরপরের স্থান লিস্টে সর্বজয়া, আর বিয়ের মরসুমে সেরা পাঁচে জায়গা করলো ধুলোকণা। তবে প্রথম পাঁচে জায়গা করে নিতে পারলো না খড়কুটো, শ্রীময়ী,বরণ। একেবারে দশে জায়গা করে নিল এই পথ যদি না শেষ হয় এই সিরিয়ালটি।

বাংলা সিরিয়ালের সেরা তালিকায় কারা?,সিরিয়ালের টিআরপি তালিকা,Who is on the best list of Bangla serials ?,TRP list of serials,স্টার জলসা,জি বাংলা,মিঠাই,খুকুমনি হোম ডেলিভারি,টিআরপি,তালিকা,শীর্ষ,পাঁচ,সিরিয়াল,বাংলা,star jalsa,zee bangla,mithai,khukumoni home delivery,TRP,list,top,five,serial,Bengali,কোন কোন বাংলা সিরিয়াল দেখা উচিত,বাংলার ভাল সিরিয়াল,খুকুমনিতে কি চলছে,বাংলার সবচেয়ে ভাল সিরিয়াল,Which Bengali serials should be seen,the best serials of Bengal,what is going on in Khukumni

এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা বলছে- প্রথম – মিঠাই (১১.১) ,  দ্বিতীয় – খুকুমণি হোম ডেলিভারি (৮.৯),  তৃতীয় – উমা (৮.৬),  তৃতীয় –  অপরাজিতা অপু (৮.৬), চতুর্থ – যমুনা ঢাকি (৮.৫), চতুর্থ – সর্বজয়া (৮.৫), পঞ্চম – ধুলোকণা (৭.৪),  ষষ্ঠ – খেলাঘর (৭.৩), সপ্তম – শ্রীময়ী (৭.১), অষ্টম -মন ফাগুন  (৭.০), নবম – খড়কুটো (৬.৯), দশম –  বরণ (৬.৭), দশম – গঙ্গারাম (৬.৭),  দশম –  করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব (৬.৭) ,  দশম – এই পথ যদি না শেষ হয় (৬.৭)।

আরও পড়ুন…..Hindi Serial TRP – অনুপমা থেকে কুন্ডলি ভাগ্য টিআরপি দৌড়ে কে এগিয়ে, রইল সম্পূর্ণ তালিকা

পাশাপাশি জি বাংলার(zee bangla) দাদাগিরি চলতি সপ্তাহে এগিয়ে ৭.৫ টিআরপি রেটিং-এর সঙ্গে, চ্যানেলের ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ও ৬.৩ নম্বরে। সেই জায়গায় অনেকটা পিছিয়ে স্টারের রিয়ালিটি শো, ‘সুপার সিঙ্গার ৩’। নিত্য নতুন মেগা সিরিয়ালের মোড় পাল্টাতেই থাকে। আর দর্শকরা এই অবস্থায় কোন সিরিয়ালের মোড় কতটা পাল্টাবে তা বুঝতেই সিরিয়াল দেখেন। আর দর্শকদের এক একটা সিরিয়াল দেখার উপরই ঠিক হয় কোন সিরিয়াল করে নেবে এক এক সপ্তাহে সেরার জায়গা।




Back to top button