Shubman Gill: বিদেশ-বিভুঁইয়ে সান্ধ্য় আড্ডায় শুভমান-সারা! শচীন-কন্যাকে নিয়ে প্রেমের জল্পনার মাঝে ভাইরাল ছবি

জয়ীতা সাহা, কলকাতা: পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমিতে ভর্তি দিয়ে শুরু পথ চলা। তারপর একের পর এক ম্যাচ জিতে শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্রিকেট জগতে ইতিমধ্যেই চেনা মুখ হয়ে উঠেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের দুর্ধর্ষ ব্যাটসম্যান শুভমান গিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর বর্তমানে তার পরের ইনিংস-র জন্য এখন ইংল্যান্ডে। জিম্বাবুয়েতে তাঁর অসাধারণ কর্মক্ষমতার জন্য ‘ প্লেয়ার অফ দ্য সিরিজ’ জিতেছেন। কার্যত শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এই দূর্ধর্ষ ব্যাটসম্যানে একটি মেয়ের সঙ্গে ডেট করতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই নেটমাধ্যমে অনুরাগীদের মধ্যে একটি গুজব শোনা যাচ্ছে। গুজবটি হল শুভমান গিল এবং শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু এ বিষয়ে সারা-শুভমান কেউই প্রকাশ্যে কিছু বলেননি। শচীন তেন্ডুলকার যেহেতু একজন নাম করা ক্রিকেটার তাই একজন নাম করা এবং দুর্ধর্ষ ব্যাটসম্যান তাঁর স্বামী হতে পারেন।এই মুহূর্তে শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের একজন অন্যতম বড় সদস্য তাই খুব শীঘ্রই শচীন তেন্ডুলকার তাঁকে নিজের জামাই করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।
কার্যত একেবারে সব জল্পনার অবসান কাটিয়ে এবার লন্ডনের একটি রেস্তোরাঁয় শুভমান গিল এবং সারা’কে একসঙ্গে দেখা গিয়েছে। শুভমান গিল সারার সঙ্গে ডেট করছেন , তবে ইনি শচীন কন্যা নন বরং সইফ আলী খানের কন্যা সারা আলী খান। যদিও এখনও পর্যন্ত তাঁরা নিজে মুখে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানাননি। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া রেস্তোরাঁর ছবিটিতে দুবাই উল্লেখ থাকলেও রেস্তোরাঁটি লন্ডনেরও হতে পারে। তবে শুভমান গিল যে সইফ কন্যা সারা আলী খানের সঙ্গেই ডেট করছেন তা পোস্টটিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে।
সম্প্রতি শুভমান গিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে উল্লেখ করেছিলেন,” তিনি অতীতের প্রতি নয়, ভবিষ্যত-র প্রতি অনুগত। ভবিষ্যত-এ তিনি কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন? কার সঙ্গেই বা আদতে ডেট করছেন? সারা আলী খানের সঙ্গে রেস্তোরাঁর ছবিটি কি নিছকই বন্ধুত্ব নাকি এর গভীরতা বিয়ে পর্যন্ত? তা জানতে মুকিয়ে আছেন অনুগামীরা।
View this post on Instagram