Soumitrisha Kundu: নামের মতোই মিষ্টি মেয়ে, কপাল ভরা সিঁদুর নিয়ে ধুনুচি হাতে পুজো মণ্ডপ মাতালেন মিঠাই

প্রত্যুষা সরকার, কলকাতা: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। বর্তমানে বাংলা ধারাবাহিক প্রেমিরা তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুসকিল। রিল লাইফ হোক বা রিয়েল লাইফ সবেতেই বেশ চঞ্চল তিনি। বুঝতে পারছেন নিচ্ছই কার কথা বলছি। হ্যাঁ আপনাদের সকলের প্রিয় মিঠাই রানি। তবে রিল লাইফে মিঠাই হলেও বাস্তব জীবনে তিনি সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundu )। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্ট করেছেন অভিনেত্রী যা দেখে অবাক নেটিজেন।
জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম দেখেই টিআরপি লিস্টের শীর্ষে ছিল এই ধারাবাহিকটি। তবে মাঝে মধ্যেই টিআরপি লিস্টের অনেক নিচে নেমে যায় এই ধারাবাহিকটি। কিন্তু টিআরপি তালিকায় তেমন জায়গা করে নিতে না পারলেও। দর্শকের মনে ঠিক জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি ( Soumitrisha Kundu )। ধারাবাহিকের চরিত্র গুলিকে একেবারে নিজের পরিবারে মানুষ করে নিয়েছেন ‘মিঠাই’ প্রেমিরা।
এই ‘মিঠাই’ ধারাবাহিকেরই প্রধান চরিত্র মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও খুব একটা ভাল জায়গা ইন্ডাস্ট্রিতে করে উঠতে পারেননি তিনি। তবে মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে গেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundu )। অদৃত-সৌমিতৃষার পর্দার ক্যামিস্ট্রি দেখতে ভালবাসেন তাঁর ভক্তরা।
ধারাবাহিকের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রফাইল থেকে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি ও রিলস ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই সব রিলস, ছবি। পুজোর এই কয়েক দিন ব্যস্ত সবাই। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে সেলিব্রিটিদের পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ( Soumitrisha Kundu )। আর সেই তালিকা থেকে বাদ নেই সৌমিতৃষাও।
View this post on Instagram
বিজয়ার শুবেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ছবি। যেখানে হাতে ধুনুচি নিয়ে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundu )। পরনে লাল পাড় হলুদ শাড়ি। গায়ে হালকা গয়না। মুখে একেবারে হালকা মেকয়াপ, কপাল ভরা সিঁদুর। এমনিতেই মিষ্টি দেখতে তার উপর এমন সাজে আরও মিষ্টি লাগছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশানে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ বিজয়াদশমী! সব শুভ হোক! বড়োদের প্রণাম, আর সবাইকে আমার ভালবাসা!’