Sreelekha Mitra: সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা! তবে কি চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন শ্রীলেখা?

প্রত্যুষা সরকার, কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ( Sreelekha Mitra )। বেশ অনেক বছর ধরেই টলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বরাবরই এক রাখঢাকহীন। মনের কথা খলাখুলি বলতেই পছন্দ করেন শ্রীলেখা, যার কারণে অনেক সময় বিতর্কেও জড়িয়ে পরেন অভিনেত্রী। তবে কন্ট্রোভার্সিকে থোড়াই কেয়ার করেন তিনি! সব কন্ট্রোভার্সি সব নিন্দা কথাকে উড়িয়ে দিয়ে নিজের মতো থাকেন অভিনেত্রী।

কখনও নিজের সাহসী ফটোশ্যুটের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তো আবার কখনও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। তবে এবার রবিবার লক্ষ্মীপুজোর দিনে একেবারে ‘লক্ষ্মীমন্ত’ মেয়ে হয়ে সামনে এলেন শ্রীলেখা। সিঁথি রাঙানো সিঁদুরে, পা রাঙা আলতায়। তবে কি আবার বিয়ে করলেন অভিনেত্রী ( Sreelekha Mitra )।

img 20221009 163517

এদিন লক্ষ্মী পুজোয় নিজের একটি সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ( Sreelekha Mitra )। সেখানে দেখা যাচ্ছে সাদা একটি টি-শার্ট পরে আছেন তিনি। তবে ছবিতে একটু ভাল করে নজর দিলেই চোখ টানবে তাঁর সিঁথির সিঁদুর। কিন্তু শ্রীলেখার তো বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগেই! তাহলে কার মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর দিলেন শ্রীলেখা? লুকিয়ে দ্বিতীয় বিয়ে সারলেন নাকি অভিনেত্রী? এই প্রশ্নের জবাব অভিনেত্রী নিজেই আগেভাগেই দিয়ে রেখেছেন। লিখেছেন- ‘ছবি দেখে ভাববেন না আবার দ্বিতীয় বিয়ে করলাম’।

img 20221009 163439

অভিনেত্রী ( Sreelekha Mitra ) লিখেছেন, ‘চ্যানেলে দেখানোর মতো বড় জাঁকজমকওয়ালা পুজো হয় না আমার বাড়িতে। আমার লক্ষ্মীমন্ত মা করতেন পুজো, সেই ধারাকে সম্মান জানিয়ে নিজের মতোন ছোট্ট পুজো করি বাড়িতে। আমার মা ছিলেন আমার লক্ষ্মী, তবে একটা শ্যুট করেছি যেটা আজ প্রকাশ্যে আসবে, জানাব কোথায় আর কখন’।

Channele dekhanor moto boro jaakjomokwala pujo hoina Amar barite. Amar lokkhimonto ma korten sei dhara ke shomman janiye…

Posted by Sreelekha Mitra on Saturday, 8 October 2022

প্রসঙ্গত, ২০০৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শ্রীলেখা ( Sreelekha Mitra )। বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামীর সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর। তাঁদের একমাত্র সন্তান ঐশী। আপতত অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। সম্প্রতি তাঁর প্রযোজিত এবং পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে নন্দনে। ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন শ্রীলেখা। এর আগে এছাড়াও, বেশ কয়েকটি ছবির জন্য আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে তাঁর তৈরি ছবি। শ্রীলেখা মিত্র জানিয়েছেন নিজেকে অভিনয়ের গণ্ডির মধ্যে আর আটকে রাখতে চান না তিনি। তাই মন খুলে গল্প লেখালেখি শুরু করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।




Back to top button