Swastika Ghosh: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! ‛অনুরাগের ছোঁয়া’র দীপার গানের গলা শুনে প্রেমে পড়েছেন নেটিজেনরা

জয়ীতা সাহা, কলকাতা: বলিউড থেকে টলিউড প্রায়শই অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে অভিনয়ের পাশাপাশি নানান প্রতিভা প্রকাশ পায়। ছোটপর্দার অভিনেত্রীরাও বাদ যান না এসব থেকে। এই যেমন ধরুন পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা দা। এমন আরও অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিভা দিয়েও মন জয় করেছেন দর্শকদের। সম্প্রতি একটি প্রোগ্ৰামে দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেছেন নবাগতা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।
তবে শুধু যে ভালো গুন-ই রয়েছে তাঁদের মধ্যে তা নয়। অনেক সময় এই সব অভিনেত্রীরা অনেক জায়গায় অনুষ্ঠানে গায়ক না হয়েও দর্শকদের মন জিততে গান শোনান। এর পর ভালো হলে তাঁর প্রশংসার শেষ নেই। আর খারাপ হলে ট্রোল শুরু হয় তাঁদের নিয়ে। সম্প্রতি এমনই এক প্রতিভা সামনে এসেছে। একটি প্রোগ্ৰামে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন সকলের প্রিয় অভিনেত্রী দীপা ওরফে স্বস্তিকা ঘোষ।বাংলা ইন্ডাস্ট্রিতে নবাগতা অভিনেত্রী স্বস্তিকা। বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সেনগুপ্ত বাড়ির বড় বউ ওরফে দীপা-র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সূর্যর সঙ্গে তাঁর অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ উপভোগ করছেন দর্শকমহল। ধারাবাহিকে সেনগুপ্ত বাড়ির বড় বউ দীপা সর্বগুণে সম্পূর্ণা ঠিক তেমনই রিয়েল লাইফে স্বস্তিকাও যে এ বিষয়ে কম যান না তা প্রমাণ করে দিয়েছেন।
রাত সাড়ে ন’টার স্লটে ধারাবাহিকটিতে দীপা তাঁর জীবনের সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে রয়েছে। প্রমাণ করেছে পরিবারের কাছে নিজেকে। তাঁর গায়ের রঙ নিয়েও কম নির্যাতন সহ্য করতে হয়নি তাঁকে। নবাগত অভিনেত্রী হয়েও তাঁর অভিনয় দিয়ে মন কেড়েছেন দর্শকদের,তাও আবার মুখ্য চরিত্রে। তবে রিয়েল লাইফে সেই মেয়েটিই শুধুমাত্র অভিনয়ের জন্য প্রসংশিত হয়েছেন তা নয়। অসাধারণ কন্ঠে গান শুনিয়েও মন কেড়েছেন দর্শকদের।