Khelaghor: গুনগুনের পর বিপদের মুখে পূর্ণা-শান্তু! বিদায় বেলার দিকেই ঘুরে গেল ‛খেলাঘর’-এর কাহিনী

জয়ীতা সাহা, কলকাতা: বর্তমানে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘খেলাঘর’। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুকৃতি মজুমদার এবং সৈয়দ আরেফিন। পূর্ণা ওরফে সুকৃতি এবং দিগ্বিজয় বা শান্তু গুন্ডা ওরফে সৈয়দের অনস্ত্রিন ঝগড়া, রোম্যান্সে মজেছিলেন দর্শকমহল। সূত্রের খবর, শেষ হতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকটি। তবে ওই সময়ের স্লটে কোন ধারাবাহিক আসবে বা কোন ধারাবাহিকের সময় পরিবর্তন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ধারাবাহিকটির মুখ্য চরিত্রের অভিনেত্রী সুকৃতি মজুমদার পেশায় একজন মডেল। পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভাতে সুকৃতি প্রথম রানার আপ হয়েছিলেন। পরবর্তীতে তিনি বর্তমানে স্টার জলসার অন্যতম ধারাবাহিক’খেলাঘর’- এ অভিনয়ের সুযোগ পান। পূর্ণার চরিত্রে অভিনয়ের মাধ্যমে মন কেড়েছেন দর্শকদের। ধারাবাহিকটি শেষ পর্বে কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য উচ্ছ্বসিত অনুগামীরা। দীর্ঘ দিন মডেলিং পেশায় যুক্ত থাকার পর অভিনেত্রী হিসেবে তিনি কতটা সফল এবং তাঁর অভিনয় দিয়ে কতটা মন কেড়েছেন দর্শকদের, তা তাঁর পরবর্তী কাজ গুলির মাধ্যমে আরও স্পষ্ট বোঝা যাবে বলে দর্শকমহলের একাংশের মত।img 20220827 134810

প্রসঙ্গত, ধারাবাহিকটির মুখ্য চরিত্রের অভিনেতা সৈয়দ আরেফিন। থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ তাঁর। এর আগে তাঁকে ‘ইরাবতীর চুপকথা’ জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ওই ধারাবাহিকটিতে জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের বিপরীতে আকাশ চ্যাটার্জীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সৈয়দ আরেফিন। আকাশ চ্যাটার্জী এবং বর্তমান ধারাবাহিকে মুখ্য চরিত্র শান্তু গুন্ডা যে একেবারে বিপরীত চরিত্রের অভিনয় তা বলাবাহুল্য। img 20220827 135114সূত্রের খবর, ২৬ অগস্ট শেষ হয়েছে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘরের’ শ্যুটিং। আগামী ৪ সেপ্টেম্বর শেষ সম্প্রচার হবে উল্লেখ্য ধারাবাহিকটির। মন খারাপ অনুগামীদের। সম্প্রতি স্টার জলসার অন্যতম ধারাবাহিক অনুরাগের ছোঁয়া মন কেড়েছে দর্শকদের। ধারাবাহিকটি সমাজের তথাকথিত বেশ কিছু মানুষের ভুল ধারণাকে পাল্টে দেওয়ার এক চেষ্টায় মেতে উঠেছে। দর্শকমহলের একাংশের মত ওই স্লটে আনা হোক ‘অনুরাগের ছোঁয়া’ অথবা ‘হরগৌরির পাইস হটেল’ এর সম্প্রচার। এখন ওই সময়ে কোন ধারাবাহিকটি আসতে চলেছে তা টিভির পর্দায় চোখ রাখলেই জানা যাবে।




Back to top button