Om Mimi: বিয়ের পর মিমির প্রথম লক্ষ্মী পুজো, ওমের হাতেই হল আলপনা, কেমন কাটল তারকা জুটি ঘরোয়া উৎসব?

প্রত্যুষা সরকার, কলকাতা: গত রবিবার ছিল কোজাগরী লক্ষ্মীপুজো। মা লক্ষ্মী এসেছিলেন বাঙালির ঘরে। পাঁচ দিনের জমজমাট আনন্দ আয়োজন শেষে মা দুর্গা সন্তানদেরকে নিয়ে ফিরে গেছেন স্বামী ভোলা নাথের কাছে। কিন্তু ফের আবার একা মর্তে ফিরেছেন মা লক্ষ্মী। সারা বাংলা জুড়ে এদিন পূজিত হয়েছেন ধনদেবী। দুর্গা পুজোর জমজমাটের পর এবার সারা বাংলা মেতে উঠেছিল ছিল মা লক্ষ্মীর আরাধনায় ( Om Mimi )।

তবে শুধু সাধারণ মানুষ নয়, মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছিল রুপোলি দুনিয়ার তারকারাও। টেলিভিশন থেকে টলিউডের নামকরা সব তারকারা এদিন ব্যস্ত ছিলেন মা লক্ষ্মীর আরাধনায়। এমনই এক তারকা দম্পতি হলেন ওম-মিমি ( Om Mimi )। অভিনেতা ও নৃত্যশিল্পী ওমের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই প্রথম লক্ষ্মীপুজো শুরু করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিমি।

img 20221010 132908

কেমন কাটল এই বছরে ওম সাহানি, মিমি দত্তর লক্ষ্মী পুজো? ওম সাহানি অবাঙালি। তাই বাড়ি লক্ষ্মী পুজো হয় না। তবে গৃহিণী মিমি দত্ত ( Om Mimi ) বাড়ি আসাই বদলাল কিছু নিয়ম। এদিন মিমির এই পুজোতে উপস্থিত ছিলেন মিমির শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আত্মীয়েরা সকলেই। সকলের সাহায্য নিয়ে ঘরোয়া আয়োজন পুজো করেছেন এই টলি দম্পতি। সবাই মিলে হাতে হাতেই ছোট অথচ বেশ সুন্দর ভাবেই হল মিমির আয়োজিত তাঁর শ্বশুরবাড়ির প্রথম লক্ষ্মী পুজো।

img 20221010 132940

পুজোর শেষে লক্ষ্মীর পাঁচালিও পড়েছেন মিমি। অভিনেত্রী জানান, ছোট থেকেই মা-কে দেখে পুজোর কাজ শেখা শিখেছেন তিনি। মায়ের কাছ থেকে একটু একটু করে পুজোর নিয়ম জেনে জেনে প্রতি বছর এখন পুজোর আয়োজন করেন অভিনেত্রী। মিমির ( Om Mimi ) সঙ্গে পুজোর কাজে হাত লাগান ওম-ও।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

অভিনেতা জানান, এই পুজোতে নাকি তাঁর পছন্দের কাজ হল আলপনা দেওয়া ও ফুল সাজানো। অভিননেতা আরও জানিয়েছেন, ছোটবেলায় বাড়িতে ছট পুজো, গণেশ পুজো হতে দেখেছেন। তাঁদের বাড়িতে লক্ষ্মীপুজো হত না। তবে তিনি সুন্দর আলপনা দিতে পারেন। তাই আশেপাশের বাড়ি থেকে তখন ডাক পড়ত। বদলে পেতেন পুজোর ভোগ। ওমের কথায়, লক্ষ্মী পুজোর ভোগ থেকে খুব ভালোবাসেন তিনি ( Om Mimi )।




Back to top button