চাই চিংড়ি মালাইকারি, দশমীতে কেদারনাথ! পুজোয় আর কী কী করতে চলেছেন দেবচন্দ্রিমা ?

অনীশ দে, কলকাতা: আজ দেবীপক্ষের সূচনা হলো। ইতিমধ্যেই বাঙালি ছক কষে নিয়েছে আগামী দশ দিনের। তবে বাকি পাঁচজনের মতো দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) হাতে সময় নেই একেবারে। পুজোর কয়েকদিন ছুটি থাকায় অগ্রিম পর্বের শ্যুটিংয়ে ব্যস্ত তিনি (Debchandrima Singha Roy)। পুজোর কয়েকদিন কী করতে চলেছেন অভিনেত্রী? কার সঙ্গেই বা ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন? নিজের মুখেই জানালেন দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে নিজের পুজো পরিকল্পনা জানালেন অভিনেত্রী (Debchandrima Singha Roy)।

debc

পুজোর কয়েকদিন কী করতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) জানিয়েছেন, ‘আমার কোনও বন্ধু নেই। তাই বাড়ি থেকে বেরবো না। পরিবারের সকলের সঙ্গেই সময় কাটাব। বাড়ির সকলের সঙ্গে জমিয়ে আড্ডা দেব। আর খাওয়াদাওয়া করব। চিংড়ি মাছের মালাইকারি আর ধোঁয়া ওঠা ভাত আমার চাই-ই চাই!’ এত বছর ধরে টলিউডে কাজ করলেও কোনও বন্ধু নেই অভিনেত্রীর ? এই আশ্চর্য রহস্যের।সমাধান অবশ্য অভিনেত্রী নিজেই করেছেন।

debc 2

তিনি (Debchandrima Singha Roy) জানান, ‘আসলে সবাই খুব স্বার্থপর। নিজের কথাই ভাবে। স্কুল-কলেজের বন্ধুদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তাই পড়াশোনা শেষ হওয়ার পর আর যোগাযোগ থাকেনি। কাজের ব্যস্ততায় পরিবারের মানুষগুলোকে সময় দিতে পারি না। পুজোর কয়েকটা দিন না হয় ওদের সঙ্গেই কাটালাম!’ সারাদিন পর শ্যুটিংয়ের ব্যস্ততা শেষে দেবচন্দ্রিমা নিজের কলকাতার বহুতল ফ্ল্যাটে পৌঁছালেও তাঁর ভিটে সিঙ্গুরে। হাজার ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই ছুঁতে যান ভিটেতে।

debc 4

পুজো পরিকল্পনা, পরিবারের সঙ্গে সময় কাটানো, সবই তো হলো আর পুজোর প্রেম? প্রশ্নের জবাব স্বরূপ অকপট দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) জানান, ‘ছোটবেলায় মণ্ডপে অনেককে দেখে ভালো লাগত। তবে সেটাকে প্রেম বলা যায় না। নিছকই ভালোলাগা। আর তার পর আমি একটা সম্পর্কে ছিলাম। এখন আমি একা ভালোই আছি। নিজের মতো করে জীবন উপভোগ করছি।’ পুজোয় নিজের পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েই দশমীর দিন তিনি (Debchandrima Singha Roy) কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবেন।




Back to top button