Debolina-Tathagata: নিঃসঙ্গ শারদোৎসব, তথাগত’র সঙ্গে বিচ্ছেদের পর কীভাবে কাটাবেন দুর্গা পুজো? জানালেন দেবলীনা

মন্টি শীল, কলকাতা: বিচ্ছেদ সকলের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। সম্প্রতি টলিউডের তারকা দম্পতি তথাগত মুখোপাধ্যায় ( Tathagata Mukherjee ) এবং অভিনেত্রী দেবলীনা দত্তের ( Debolina Dutta ) বিচ্ছেদের সংবাদ শোনা পর কিছুটা বেদনাহত হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ইদানিং টলিউডের এই দুই অত্যন্ত পরিচিত দুই তারকা অভিনেতা তথাগত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা দত্তকে কেন্দ্র করে একাধিক আলোচনা শোনা যায় বিভিন্ন মহলে। সূত্র অনুযায়ী, বিগত ২০১৪ সালে এই দুই তারকা সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু দীর্ঘ আট বছর পর বিবাহ বিচ্ছেদের পথে অগ্রসর হন এই দুই তারকা।

আর এই খবর সামনে আসার পর অনুরাগীদের মাঝে এক গভীর আলোচনার সূত্রপাত হতে দেখা যায়। এমনকী নেটমাধ্যমেও একাধিক জল্পনার সৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে শোনা গিয়েছিল, টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি’র সঙ্গে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। যার কারণে এই দুই টলিউড তারকার সুখী দাম্পত্য জীবনে ভাঙন ধরে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও রকমের উক্তি প্রকাশ করতে দেখা যায়নি কাউকেই। তবে এই জল্পনা আরও জোরালো হয়, যখন পর্দায় সদ্য মুক্তিপ্রাপ্ত তথাগত মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা ‘ভটভটি’ পর্দায় মুক্তি পায়।

15c53

কারণ, এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি’কে। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর এই মুহূর্তে দু’জনেই আলাদা থাকেন। কিন্তু বিশেষ কোনও প্রয়োজনে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন তথাগত এবং দেবলীনা। তবে আট বছর আর কম কিছু নয়, এতগুলো দিন এই দুই তারকা পরস্পরের সুখে দুঃখে সঙ্গ দিয়েছেন, একসঙ্গে কাটিয়েছেন শারদোৎসব। কিন্তু এইবারের শারদোৎসব যেন একবারেই ভিন্ন কারণ এবারের দূর্গা পূজোতে পরস্পরের থেকে আলাদা থাকতে চলেছেন দেবলীনা এবং তথাগত। আর এই প্রেক্ষিতে অনুরাগীরা জানার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন কেমন কাটবে এই দুই তারকার শারদৎসব।

15c52

যদিও এই জল্পনার মাঝেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘এই মুহূর্তে তাঁর কাছে দুটি পথ রয়েছে, প্রথমত যার সঙ্গে তিনি এতদিন শারদোৎসব পালন করে এসেছেন তাঁর কথা ভেবে মন খারাপ করা। আর অপরটি, আগের বছরগুলোর মত এই বছর দূরে কোথাও বেড়াতে যাওয়া। আর তাই তিনি দ্বিতীয় পথটাকেই নির্বাচিত করেছেন। তিনি প্রতিবারের মতো এবারও বেড়াতে যাচ্ছেন তবে এবার সঙ্গী হিসেবে থাকবেন তাঁর মা’। এখানেই শেষ নয় এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘পুরানো দিনের স্মৃতি গুলো তাঁর যথা স্থানেই থাকবে, শুধু নতুন স্মৃতি গুলো আরও বেশি স্মরণীয় করে রাখতে চান’। আর অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিক ভাবেই এক নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে তাঁর অনুরাগী মহলে। এমনকী সোশ্যাল মিডিয়াও রীতিমত সরগরম হয়ে উঠেছে অভিনেত্রী দেবলীনা দত্তের মন্তব্যে তা আর বলতে বাকি থাকে না।




Back to top button