Ananya Chatterjee: নিভে গেল বিনোদন জগতের আরও এক উজ্জ্বল আলো, প্রয়াত ছোট পর্দার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

মন্টি শীল, কলকাতা: ফের বিনোদনের জগতে হল নক্ষত্র পতন। প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় ( Ananya Chatterjee )। শুক্রবার অর্থাৎ আজ সকাল সকাল টেলিপাড়ার এই প্রতিভাবান অভিনেত্রীর প্রয়াণের পর স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে আসে ছোট পর্দার জগতে। সূত্র অনুযায়ী, টেলিপাড়ার এই অভিনেত্রী একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। যার মধ্যে এমন কিছু ধারাবাহিক রয়েছে যেখানে তাঁকে দেখা গিয়েছে তারকাদের মা’এর ভুমিকায় অভিনয় করতে।
অভিনেত্রীর এমন পরিনতি হওয়ার পর স্বাভাবিক ভাবেই স্তম্ভিত তাঁর সহকর্মী এবং বন্ধু-বান্ধরা। সূত্র অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল বেলা নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন টলিউডের জনপ্রিয় পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি। অভিনেত্রীর করা মন্তব্য অনুযায়ী, ‘তিনি বিশেষ সূত্র মারফত অভিনেত্রীর প্রয়াণের খবর পেয়েছেন। কিন্তু কখন বা কীভাবে অভিনেত্রীর এমন পরিনতি হল সে সম্পর্কে সে অজ্ঞাত।’
তবে পরিচালকের মন্তব্য অনুযায়ী, ‘অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় দীর্ঘ দিন যাবৎ ছোট পর্দায় অভিনয় করে চলেছেন। তাঁর অভিনয়ের দক্ষতা কখনওই ভুলে যাওয়ার নয়।’ শুধু তাই নয়, অভিনেত্রীর প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণা করে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি বলেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে তিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। কিন্তু একের পর এক ভাল কাজ করার পরেও তিনি তাঁর কেরিয়ারের একটা দীর্ঘ সময় প্রচারের আলো থেকে দুরে ছিলেন। যার দরুন কিছুটা হতাশ করেছিল তাঁকে।’
সূত্র অনুযায়ী, প্রয়াত টলিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় ২০০৪ সালে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত সিনেমা ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’তে অভিনয় করেছিলেন। এমনকী তিনি তাঁর অভিনয়ের দরুন অর্জন করেছেন একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে একাধিক সেরা টেলিফিল্মের পুরস্কার। তবে শোনা গিয়েছে, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় একজন বামপন্থী মনোভাবাপন্ন মানুষ ছিলেন, তাই অভিনয়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মতাদর্শের সঙ্গেও এক অদ্ভুত মিল ছিল পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি’র সঙ্গে। তবে অভিনেত্রীর প্রয়াণে গোটা টেলিপাড়া যে শোকস্তব্ধ তা এক নজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।