Ballabhpurer Roopkotha: হরর-কমেডি ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন অনির্বাণ! গা ছমছমে ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা

বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন অনির্বাণ ভট্টাচার্য ( Anirban Bhattacharya ) । তিনি খুবই প্রতিভাবান একজন অভিনেতা, এবং অনির্বাণের দক্ষতা তাঁর কাজেই প্রকাশ পায়। এই গুণী অভিনেতা কখনও নিজেকে চেনা পরিধিতে আবদ্ধ করে রাখেননি। অভিনয় ছেড়ে পরিচালক হিসেবেও ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অনির্বাণ। সামনেই তাঁর পরিচালিত নতুন ছবি আসতে চলেছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ব্যোমকেশ, মন্দার থেকে শুরু করে অন্যান্য বহু বাংলা ছবি, ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অনির্বাণ। অভিনয়ের সময় তাঁর অভিব্যক্তি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আর এই কারণেই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। সামনেই তাঁর পরিচালিত নতুন বাংলা ছবি আসছে শুনে বেশ উৎসাহিত অনির্বাণের অনুরাগীরা।
View this post on Instagram
আগের বছর অর্থাৎ ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় একটি ওয়েব সিরিজ ‘মন্দার’ এর মাধ্যমেই পরিচালক হিসেবে হাতে খড়ি দিয়েছিলেন অনির্বাণ। উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় ট্রাজেডি ‘ম্যাকবেথ’এর আদলে তৈরি হয়েছিল এই ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মের পর এবার বড় পর্দায় ফেরার তোড়জোড় করছেন অনির্বাণ। ‘বল্লভপুরের রূপকথা’ ( ballabhpurer roopkotha ) নামের এক হরর-কমেডি ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। ছবিটি বাদল সরকারের নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে তৈরি হয়েছে।
ছবিটির অফিসিয়াল ট্রেলার দেখে মুগ্ধ হয়েছে সকলে। ট্রেলারে দেখা গিয়েছে একটি পুরনো রাজবাড়ী। আর সেই রাজবাড়ী ঘিরেই ঘটে চলা অদ্ভুত সব ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন সত্ত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। অনির্বাণের পরিচালিত ‘মন্দার’ অনেক হিট হয়েছিল, এবার সবাই এই ছবিটি প্রকাশ পাওয়ার অপেক্ষায় রয়েছে।