Dev-Rukmini: ‘কাছের মানুষ’ হিট হতেই ছুটির মেজাজে দেব! সঙ্গে রহস্যময়ীটি কে?

জয়িতা চৌধুরি,কলকাতা: এই পুজোয় মুক্তি পেয়েছে দেব-প্রসেনজিত ( Dev-Prosenjit ) অভিনীত ছবি ‘কাছের মানুষ’। ইতিমধ্যেই সিনেমা নিয়ে বেশ ভালো রিভিউ দিয়েছেন দর্শকরা। হলেও বেশ ভালোই টিকিট বিক্রি হয়েছে। ‘টনিক’ ( Tonic ), ‘কিশমিস’ ( Kismish ) আর তারপর ‘কাছের মানুষ’ ( Kacher Manus )। পরপর ছক্কা হাঁকানোর পর এবার নায়কের প্রয়োজন একটু সময়। একটু বিরতির। আর বিরতির খোঁজেই মহানায়ক পাড়ি দিয়েছেন ভিনদেশে।

দেবের বর্তমান ঠিকানা ইতিহাসের শহর গ্রিস। নায়কের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই দেখতে পাওয়া যাবে তাঁর চিরাচরিত স্টাইল মেনে ক্যাপশন ‘এমনি’। তার সঙ্গে সঙ্গেই নায়ক পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। তবে একা নন। চিরাচরিত প্রথা মেনেই এবারও তাঁর সঙ্গী বান্ধবী রুক্মিণী। একসঙ্গে ছবি না দিলেও, নিজেদের ইনস্টাগ্রাম ( Instagram ) হ্যান্ডলে আলাদা আলাদা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁদের আস্তানা একটাই। তারকা জুটির এই মুহূর্তে ঠিকানা সান্তোরিনি, মাইনোকোস।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

গতবারও এই তারকা জুটি একসঙ্গে পাড়ি দিয়েছিলেন মালদ্বীপে। গিয়েছিলেন নরওয়েতে। সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খোলামেলা ছিল এই জুটি। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, আবেগ নিয়ে লুকোচুরি খেলেন না দেব-রুক্মিণী ( Dev-Rukmini )। আর তাই ভক্তদের অধিকাংশের আবদার ‘একসঙ্গে অন্তত একটা’ ছবি দিক তাঁরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘চ্যাম্প’ ছবির হাত ধরে টলিপাড়ায় অভিষেক হয় রুক্মিণীর। প্রথম ছবি থেকেই দেবের বিপরীতে অভিনয় করে আসছেন অভিনেত্রী। ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’-এর পর কিশমিশ’ ছবিতে ছয় নম্বর বার জুটি বেঁধেছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

এই মুহূর্তে ডান্স বাংলা ডান্স জুনিয়ার ৩-এর বিচারকের আসনে আসীন হন তারকা জুটি। দিনকয়েক আগে স্টার জলসার কাপল রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তেও দেখা মিলেছিল তাঁদের। শো-এর সঞ্চালক জিৎ কথাপ্রসঙ্গে তাঁদের প্রশ্ন করেছিল, রান্নাবান্নার দায়িত্ব কে সামলাবে? মজায় মজায় দেবের উত্তর ছিল, ‘আমার বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল তো! আমার আছে রান্না করার অভ্যেস। আমিই করে নেব’। আর তাতে রুক্মিণীর জবাব ছিল, ‘আর আমি অনলাইনে খাবার অর্ডার দেব!’




Back to top button