Dance Dance Junior 3: পর্দায় এবার ডোনা গাঙ্গুলি, শারীরিক জটিলতা ভুলে নাচের মঞ্চে এসে কোমর দোলালেন সৌরভ-পত্নী

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে দর্শকদের মাঝে মাঝে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সেই বিপুল জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত রিয়ালিটি শো। যার মধ্যে এক এবং অন্যতম নাম হল ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’ ( Dance Dance Junior Season 3 )। স্টার জলসার ( Star Jalsha ) পর্দায় সম্প্রচারিত এই রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে মঞ্চে আলোড়ন সৃষ্টি করতে দেখা গিয়েছে টলিউড সুপারস্টার দেব ( Dev ), রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra ), এবং মনামী ঘোষ’কে ( Monami Ghosh )।

অন্যদিকে, এই শোয়ে মেন্টরের ভুমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা অভিষেক বোস’কে। বলতে কোনও দ্বিধা নেই, বিনোদনের সার্থে এই ডান্স রিয়ালিটি শো প্রতিনিয়তই নিত্য নতুন চমক নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হয়। যা এদিনও এক ঝলক নজরে এল। সম্প্রতি স্টার জলসার ( Star Jalsha ) এই ডান্স রিয়ালিটি শো প্রকাশ করল তাঁর নতুন প্রোমো। যা দেখা মাত্রই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সমগ্র নেট মাধ্যমে। কিন্তু কি এমন রয়েছে সেই ভাইরাল ভিডিয়োতে?

8c22

প্রকাশিত প্রোমো অনুযায়ী, এই ডান্স রিয়ালিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে আসন কলঙ্কিত করতে চলেন খ্যাতনামা নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী ( Dona Ganguly )। নাচের মঞ্চে তাঁর উপস্থিতি দেখে বেজায় খুশি সমগ্র দর্শকমহল। তবে এই উচ্ছাসের মাঝেও নেটিজেনদের একটা অংশ এই নিয়ে বিস্তর আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। কারণ তাঁদের দাবি, ‘বিচারকের আসনে ডোনা গাঙ্গুলীর থাকা উচিত ছিল।’ তবে মঞ্চে আর ডোনা গাঙ্গুলী থাকবেন আর নাচ হবে তা কি কখনও হয়? মঞ্চে প্রবেশ করতেই দুর্দান্ত পারর্ফমেন্সে মঞ্চ মাতালেন তিনি। যা দেখে রীতিমত মুগ্ধ শোয়ের বিচারক থেকে প্রতিযোগি সকলেই।

বলে রাখা ভাল, এর আগে বিনোদন জগতের নামীদামি তারকাদের নিয়ে চাঁদের হাট বসতে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’ এর মঞ্চে। যাদের মধ্যে অন্যতম হল বলিউড খ্যাত অভিনেত্রী মৌনী রায়। শুধু তাই নয়, খুব সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে এই ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে এইবার মঞ্চে সৌরভ পত্নীর আগমনকে কেন্দ্র করে দর্শকরা একটু বেশিই উচ্ছসিত। যদিও এর অন্যতম কারণ, তিনি নিজেই একজন অসাধারণ নৃত্য শিল্পী। যার কারণে গোটা দেশব্যাপী তাঁর নামডাক রয়েছে।




Back to top button