মিঠাই ছেড়ে নতুন রূপে ওমি, পুজোর আনন্দে সৃজলার সঙ্গে কোমর দোলালেন অভিনেতা

অনীশ দে, কলকাতা: আপামর বাঙালির কাছে দূর্গা পুজো মানেই আবেগ। সারা বছরের চিন্তা ভাবনা ঘুচিয়ে এই পাঁচদিন উৎসবে মেতে ওঠে গোটা জাতি। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে মুক্তি পায় একাধিক গান, চলচ্চিত্র। প্রত্যেকবারই মতোই এইবারও একাধিক মিউজিক কোম্পানি থেকে পুক্তি পেয়েছে শারদীয়ার গান। দেশের সমস্ত বড় গায়কদের গলায় মা দুর্গার বন্দনার গান শুনে অভ্যস্ত আমরা। অনেকদিন আগে মুক্তি পেলেও, মোনালি ঠাকুরের ‘দুগ্গা এলো’, অরিজিৎ সিংয়ের ‘জাগো মা’ ইত্যাদি গান এখনও মনে রেখেছেন সাধারন মানুষ। এইবার পুজোর গানের তালিকায় নয়া সংযোজন নকাশ আজিজ ( Nakash Aziz)। মূলত হিন্দি গান করলেও নকাশের গলায় মুক্তি পেল ‘এলো রে পুজো এলো’ ( Elo Re Pujo Elo)। নকাশের সঙ্গে গলা মিলিয়েছেন সেঞ্জুতি দাস।
এই গানের মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে জন ভট্টাচার্য্য (John Bhattacharya) এবং সৃজলা গুহকে (Srijla Guha)। এই মিউজিক ভিডিয়োর প্রযোজনা করেছে এসভিএফ মিউজিক (SVF Music)। বলাই বাহুল্য, এসভিএফ কোনও কাজের সঙ্গে যুক্ত হলে সেই কাজের প্রতি প্রত্যাশা বেড়ে যায় বেশ কয়েকগুণ। রীতি মেনেই এই মিউজিক ভিডিয়োতেও তাঁরা যে যথেষ্ট অর্থ ব্যয় করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, বাকি সমস্ত গানের মতোই এই গানও শোনা যাবে সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে। ভিডিয়োতে জনের নাচ মুগ্ধ করেছে সকলকে। ছোট পর্দায় অভিনয় করলেও তাঁর মধ্যে যে অনন্য গুণ রয়েছে, তা বলাই বাহুল্য।
ভিডিয়োর শুরুতেই দেখা যায়, জন মায়ের সামনে এগিয়ে আসছেন আর তাঁকে মন দিয়ে দেখছেন সৃজলা। বিশেষ করে জনের দক্ষ নৃত্য শিল্প মুগ্ধ করেছে সকলকে। গানের প্রথমভাগে শেষ হতেই তাঁর সঙ্গে পা মেলান সৃজলা। গানটির সুর দিয়েছেন ডাব্বু এবং গীতিকারের ভূমিকায় ছিলেন রিতম সেন। অন্যদিকে সিদ্ধান্ত শেঠের নির্দেশনায় জন এবং সৃজলার কেমিস্ট্রি যে এই গানে বেশ ফুটে উঠেছে, তা ভিডিয়োর নিচে কমেন্ট দেখলেই বোঝা যায়। এই বছর একাধিক পুজোর গান বেরিয়েছে। কোনও গানের মুলে রয়েছে প্রেম তো কোনও গানের উদ্দেশ্য শুধুই মনোরঞ্জন।
আগের বছরেও একাধিক গান মুক্তি পেয়েছিল কিন্তু সবাইকে হারিয়ে হিটের তকমা ছিনিয়ে নিয়েছিল টুম্পা সোনা। রেস্ট ইন প্রেমের এই গান এখনও মনে রয়ে গিয়েছে সকলের। তবে সেই গানের মতো কি প্রত্যেক জায়গায় বাজতে চলেছে ‘এলো রে পুজো এলো’? তার উত্তর অবশ্য মিলবে পুজো চলাকালীন। আজ দেবীপক্ষের সূচনা হলো। পুজোর মাত্র আর কয়েকদিন বাকি। এইটুকু সময়ের মধ্যে কী এমন কোনও গান আসবে যা শোনা যাবে প্রত্যেক পাড়ায়?