Shreema Bhattacherjee: পুজোর আবহে বিচ্ছেদের সুর টলিপাড়ায়! সোশ্যাল মিডিয়াতে প্রেমিকে আনফলো করলেন শ্রীমা ভট্টাচার্য

মন্টি শীল, কলকাতা: শারদৎসব, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে জুড়ে থাকে একরাশ আবেগ, থাকে নিজের মনের মানুষের সঙ্গে এক বিশেষ সময় কাঁটানোর আশা। কিন্তু এই শারদৎসবে বিষাদের সুর শোনা গেল গাঁটছড়া ( Gaatchora ) ধারাবাহিকের দ্যুতি ওরফে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের ( Shreema Bhattacherjee ) জীবনে। সম্প্রতি টেলিপাড়ায় এমনই গুঞ্জন শোনা গিয়েছে। সূত্র অনুযায়ী, বছর যেতে না যেতেই ফের বিচ্ছেদ ঘটল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের ( Shreema Bhattacherjee )। কিন্তু কী এমন ঘটল অভিনেত্রীর জীবনে যার কারণে অভিনেত্রীর প্রেম বেশী দিন স্থায়ী করলনা? তবে কী ধারাবাহিকের অভিনীত চরিত্রের মতো বাস্তবেও প্রেমভাগ্য খারাপ অভিনেত্রীর?

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বিগত কয়েক মাস আগে নামী ক্রিকেটার কণিষ্ক শেঠের ( Kanish Seth ) সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ( Shreema Bhattacherjee )। শোনা যায়, ক্রিকেটার কণিষ্ক শেঠ ( Kanish Seth ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুই বলিষ্ঠ দল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে নিজের খ্যাতি অর্জন করেছেন। বিগত কয়েক সপ্তাহ আগে এক পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং ক্রিকেটার কণিষ্ক শেঠ’কে। কিন্তু আচমকাই ঘটল বিপত্তি, সোশ্যাল মিডিয়াতে পরস্পরকে দু’জনেই। এমনকী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে নিলেন তাঁদের প্রেমমাখা ছবিও।

4c22

যা দেখার পর রীতিমত শোরগোল পড়ে যায় অভিনেত্রীর অনুরাগী মহলে। এমনকী একাজ করার পর বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হতে শুরু করে। তবে এই প্রথম নয়, এর আগে টলিউডের জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল টলিপাড়ায়। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী করেনি। মাসখানেকের মধ্যেই তাঁদের এই সম্পর্ক ভেঙে যায়। সূত্র অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালের দুর্গা পূজোর ঠিক আগেই অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও রকমের উক্তি প্রকাশ করতে দেখা যায়নি দুজনকেই।

এরপরেই ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। যার এক ছোট্ট আভাস পাওয়া গিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে কণিষ্কর ২৫ তম জন্মদিনের দিন। সেইদিন অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কণিষ্কের সঙ্গে প্রেমমাখানো কিছু ছবি পোস্ট করেন। যার পর দু’জনের রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয় টলিপাড়ায়। তবে এই বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘তাঁরা কেবলমাত্র পরস্পরের ভাল বন্ধু। তাঁরা একসঙ্গে সময় কাঁটাতে পছন্দ করেন।’ যদিও এরপর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, কণিষ্কের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। কিন্তু এমন কী ঘটল যার কারণে সোশ্যাল মিডিয়াতে পরস্পরকে আনফলো করলেন দু’জনে, কারণ এখনও অজানা।




Back to top button