Gantchora: বিয়ে দিয়েও মিলল না শীর্ষস্থান,হানিমুনে ঋদ্ধি খড়ির প্রেম দেখিয়েই বাজিমাত গাঁটছড়ার

বাংলা ধারাবাহিকে এখন শুধু গৃহযুদ্ধ নয়, TRP তালিকায় স্থান পাওয়ার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তার জেরে সব ধারাবাহিকে আসছে নিত্যনতুন চমক। সিরিয়াল প্রেমীরা বলছেন, এমন প্রেমের লড়াই ভালো। গাঁটছড়া ধারাবাহিকে বনি কুনালের বিয়ে দিয়েও শীর্ষস্থান এল না, তাই এখন হানিমুন। তবে একটা নয়, তিন তিনটে। নতুন প্রোমো সামনে আসতেই উৎসাহে ফেটে পড়ছেন দর্শক।

সিংহরায় পরিবারে ভুল বোঝাবুঝির অন্ত নেই। বনি-কুনালের বিয়ে দিয়ে বিপাকে পড়েছে খড়ি। বাড়ির যে কোনো অঘটনের দায় খড়ির ওপর চাপায় সিংহরায় পরিবার। এমনকী খড়ির স্বামী ঋদ্ধিমানও খড়িকে ভুল বোঝেন। কাহাতক অশান্তি মানুষের ভালোলাগে! তাই পরিবর্তন চাই। বাড়ির দুই বয়োজ্যেষ্ঠ দাদু-ঠাম্মাই একমাত্র পজিটিভ মানুষ। তাই তাদের বুদ্ধিতেই হানিমুনে যাচ্ছে তিন দম্পতি।
https://youtu.be/nqlgpOdn9YY

“মুখে নেই মধু তার সঙ্গে নাকি মধুচন্দ্রিমা!”খড়ির কথা শুনে হাসি ফুটেছে দর্শকের। খড়ি উত্তর হলে ঋদ্ধি দক্ষিণ। দুজনের খুনসুটি যেমন পছন্দ দর্শকের তেমনি রেগেই আগুন হন ঋদ্ধিমানের খড়ির ওপর দুর্ব্যবহার দেখে। তবে কী হানিমুনেই হাসি ফুটবে ঋদ্ধিমান খড়ির মুখে। নাকি সেখানে গিয়েও আলাদা থাকবে তাঁরা? এদিকে দ্যুতি আর রাহুল খুশিতে ডগমগ। একজন বড়ো লোক বাড়ির গিন্নি হওয়ায় আনন্দে রয়েছে। আর রাহুল সে তো টিনা মিনা দের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়ানোর চিন্তায়। আবার বনি কুনালের সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা। তাদের ‘বুক ফাটে তবু মুখ ফোটে না’ হানিমুন কী কাছাকাছি আনবে তাঁদের। মান অভিমান মিটিয়ে এবার কী শুরু হবে দাম্পত্যের পথ চলা?

নতুন প্রোমো দেখে উৎসাহী দর্শক। সিরিয়াল প্রেমীরা বলছেন এবার ‘জমবে মজা’।মিঠাই গুলি খেয়ে এখন হাসপাতালে, সিদ্ধার্থের চোখের জলে মন ভিজে দর্শকদেরও ।মিঠাইয়ের ইমোশনাল ড্রামাকে ছাপিয়ে এবার কী সেরার মুকুট উঠবে গাঁটছড়ার কপালে? তিন জোড়া দম্পতির টক-মিষ্টি হানিমুন কেমন হবে সেই অপেক্ষায় আছে উৎসাহী দর্শক।




Back to top button