Jasmine Roy: বিদেশিনীর বাহুডোরে গৌরব! প্রাক্তনের স্মৃতি নিয়ে পুজোর দিনে নার্সিংহোমে চোখে জল জেসমিনের

পুজো মানেই আনন্দ। সকলের মনেই খুশির জোয়ার। তবে এই পুজোতেও অনেকে একা কাটাচ্ছেন। হয়তো এই বছরেই কেউ হারিয়েছেন তার কাছের মানুষকে। কারও বা ঘটেছে বিচ্ছেদ। কেউ বা প্রবল অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি। ঠিক তেমনই টেলিভিশন খ্যাত অভিনেত্রী জেসমিনের জীবনে এই বছরেই যেন দুর্যোগ নেমে আসছে ক্রমশ। সকলে যখন পুজোর প্যান্ডেলে অথবা কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করছেন ঠিক তখনই হাসপাতালের বিছানায়।

এক রিলস ভিডিও বানিয়ে অভিনেত্রীর বন্ধুরা পোস্ট করেছেন জেসমিনের ইনস্টাগ্রামে। হাতে স্যালাইন চোখে জল, এবার পুজোয় ঠিকানা হল নার্সিংহোমের বেড। প্রচন্ড মন খারাপ অভিনেত্রীর।পুজোর সপ্তমীর দিন নার্সিং হোমে শুয়ে কাটল তার। সকলে যখন ভুরিভোজে দিয়েছেন ডুব। জেসমিন তখন হাসপাতালের বিস্বাদ স্যান্ডউইচে কামড়। একসঙ্গে জীবনে অনেক ঝড় বইছে অভিনেত্রীর। কিন্তু কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? কেন তিনি নার্সিং হোমে? এব্যাপারে কিছু জানা যায়নি।


অনেকে বলছেন শারীরিক অসুস্থতা, অনেকের ধারণা প্রাক্তন গৌরবের বিবাহের পর থেকেই যত্ন করেননি নিজের। মন খারাপ থেকেই হয়তো শরীরেও পরেছে তার প্রতিফলন। বিগত বছরেও মাখো মাখো প্রেমে মজেছিলেন গৌরবের সঙ্গে। পুজো থেকে হোলি সব অনুষ্ঠানেই পাশাপাশি ছিলেন দুজন। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে নতুন সঙ্গিনী খুঁজে পেলেন গৌরব। শুরু হল জীবনের দ্বিতীয় পর্ব। পুরানো স্মৃতি মুছে ফেলেই কৃষ্ণধামে নতুন লীলায় মাতলেন গৌরব ও চিন্তামনি ডায়না। কিন্তু আদর আহ্লাদের একটি চিহ্ন মুছে দিতে পারেননি তিনি। বিচ্ছেদের পরও ইনস্টাগ্রাম খুললেই দেখা মিলেছে, ” লাখো মিলে, কোয়ি ভি না তুমসা মিলা”। স্মৃতি আঁকড়েই কী বেঁচে আছেন জ্যাসমিন? নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখে যন্ত্রণা ভোলার চেষ্টা করছেন তিনি? একবারও মুখ খুলতে চাইলেন না ক্যামেরার সামনে, কিছু ক্ষত আড়ালেই রাখতে চেয়েছেন এতদিন। তবুও নার্সিংহোমে ভর্তি হওয়া আরও বাড়িয়ে দিচ্ছে জল্পনা। তবে কি প্রাক্তনকে ভুলতে না পারার ব্যাথার জন্য আজ ঠাঁই হল নার্সিং হোমে?

সকল অনুরাগীরা জেসমিনের জন্য ভীষণ চিন্তিত। প্রত্যেকের এই একটি প্রশ্ন, কেন হাসপাতালে অভিনেত্রী? সকলেই চান তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কমেন্টে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে আশার বিষয়, প্রেমিক ছেড়ে গেলেও বিপদের দিনে বন্ধুরা রয়েছে জেসমিনের পাশে। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ভগবানের ওপর অভিমান করেই লিখেছেন, ‘থ্যাংক উ গড ফর এভরিথিং’।




Back to top button