Priya Paul: ‛জল নুপুর’ খ্যাত অভিনেত্রী, দীর্ঘ বিরতি কাটিয়ে ফের টলি জগতে ফিরছেন প্রিয়া পাল

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে টেলিভিশন দর্শকদের কাছে বাংলা ধারাবাহিক জনপ্রিয়তা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। আর এই জনপ্রিয় ধারাবাহিকের প্রসঙ্গ উঠে এলেই দর্শকদের মনে যেই নামটা সবার আগে উঠে আসে, সেটা হল স্টার জলসা ( Star Jalsha ) সম্প্রচারিত ধারাবাহিক ‘জল নুপুর’ ( Jol Nupur )। জনপ্রিয় এই ধারাবাহিকটি দীর্ঘ দু’বছরের যাত্রা অতিক্রম করার পর গত ২০১৫ সালের ৫ই ডিসেম্বর টেলিভিশনের পর্দা থেকে বিদায় জানিয়েছে।
এরপর এতগুলো সময় অতিক্রম হয়ে গেলেও আজও দর্শক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে এই ধারাবাহিক এবং তাতে অভিনীত তারকারা। বিশেষত, ‘জল নুপুর’ ( Jol Nupur ) ধারাবাহিকের অন্যতম চরিত্র ‘মিমি’ ওরফে অভিনেত্রী প্রিয়া পাল ( Priya Paul )। একটা সময় এই অভিনেত্রী টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে অগণিত দর্শকের মন জয় করেছেন, অর্জন করেছেন দু’হাত ভরা ভালবাসা। কিন্তু ‘জল নুপুর’ ( Jol Nupur ) শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলি জগৎ থেকে ক্রমশ বিলীন হয়ে যেতে দেখা যায় এই অভিনেত্রীকে।
এরপর একটা সময় অভিনয়ের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী প্রিয়া পাল। যার কারণে ধীরে ধীরে দর্শকদের মন থেকেও মুছে যেতে শুরু করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু সম্ভবত খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরে আসতে অভিনেত্রী প্রিয়া পাল। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, জি বাংলা সম্প্রচারিত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’এর হাত ধরে ফের একবার অভিনয়ের জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। সম্ভবত এই ধারাবাহিকে তাঁকে দেখা যেতে পারে একজন খলনায়িকার ভূমিকায়।
বলে রাখা ভাল, টেলি অভিনেত্রী ‘জল নুপুর’ ছাড়াও একাধিক বাংলা ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম হল, ‘কোজাগরী’ ‘চোখের বালি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক। কিন্তু আচমকাই টলিপাড়া থেকে বিলীন হয়ে যেতে দেখা যায় প্রিয়া পাল’কে। যদিও এরপর বাংলা ‘বিগ বস’এর প্রতিযোগি হিসেবেও অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু এরই মাঝে শোনা যায় অভিনেত্রী প্রিয়া পাল মুম্বাই পারি দিয়েছেন নিজের কেরিয়ারকে আরও সুন্দর করে গড়ে তুলতে। যদিও সেভাবে সফলতা পাওয়া হয়নি অভিনেত্রীর। জানা গিয়েছে, নিজের কেরিয়ারের সার্থে দেশের বিভিন্ন প্রান্ত ঘোরার পর ফের কলকাতায় ফিরে এসেছেন অভিনেত্রী। এরপরেই টলিপাড়ায় ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয়ের গুঞ্জন শোনা যায়। যদিও তা কবে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার।