Kanchan-Sreemoyee: পুজোর আমেজে খোশমেজাজে শ্রীময়ী-কাঞ্চন! অভিনয় ছেড়ে কেন ফিতে কেটে বেড়াচ্ছেন শ্রীময়ী?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ( Sreemoyee Chattoraj ) তার ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনার শেষ নেই। অভিনয় জীবনের চেয়ে নিজের ব্যক্তিগত জীবনের জন্যই সারাবছর থাকেন লাইমলাইটে। কৃষ্ণকলি ধারাবাহিকের খলনায়িকা ‘রাধারানী’ চরিত্রটি জনপ্রিয়তা পেলেও তারপর আর সেভাবে দেখা যাচ্ছে না টেলিভিশনে। এদিকে পুজোর আমেজে বেশ খোশ মেজাজেই আছেন অভিনেত্রী। কেমন কাটছে শ্রীময়ীর পুজো?
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja)। এসময় সকল তারকারা বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করেন। তবে এবছর বেশিভাগ পুজো মণ্ডপের উদ্বোধন জুটিতেই করেছেন কাঞ্চন- শ্রীময়ী। হ্যাঁ, তাদের দুজনকে ফিতে কাটতে দেখা গেছে একাধিক মন্ডপে। লেন্স বন্দী হয়েছে দু’জনের হাসি মুখের ছবি।
কাঞ্চন- শ্রীময়ী দু’জনেই সেজেছেন সাবেকি বাঙালিয়ানার পোশাকে। কোনওটিতে কাঞ্চন পরেছেন লালা- সাদা গলাবন্ধ পঞ্জাবি ও ধুতি। শ্রীময়ীর পরনে তখন হলুদ – গোলাপি সিল্কের ঝলমলে শাড়ি। চুলের খোঁপায় জুঁইয়ের মালা। অন্য আরেক দিনের ছবি কাঞ্চনকে দেখা গেল হালকা সবুজ রঙের পঞ্জাবি ও পাজামায় এবং শ্রীময়ী সেদিন পরেছেন গাঢ় গোলাপি শাড়ি। পুজো উদ্বোধনের নানা মুহূর্ত নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন দু’জনে।
প্রসঙ্গত, হাস্যকৌতুক অভিনেতা তথা রাজনীতিবিদ কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের কারণেই বারংবার উঠে আসে তার নাম। এদিকে সম্পর্কের স্বীকৃতি না দিলেও বিভিন্ন স্থানে পাওয়া যায় তাদের যুগলবন্দী। অভিনেতা- বিধায়কের স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায় কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর পরকীয়ার সম্পর্ক নিয়ে থানায় অভিযোগ করেছিলেন। দীর্ঘ বৈবাহিক জীবনের ইতি টেনে শ্রীময়ীর সঙ্গে ছবি দিয়ে জল্পনা উস্কে দিলেন কাঞ্চন।
তবে এরই মাঝে অভিনয় থেকে অনেকটা সরে গেছেন শ্রীময়ী। কেন তাকে আর টেলিভিশনে দেখা যাচ্ছে না এই প্রশ্ন দর্শকের মনে। এদিকে কাঞ্চনের এখনো জোর কদমে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে কি শ্রীময়ীকে অভিনয়ে নিতে দ্বিধা করছেন পরিচালকরা নাকি স্বেচ্ছায় অভিনয় জীবন থেকে অবসর নিলেন তিনি?এর উত্তর অজানা। তবে কি এমন প্রভাবশালী নেতা ও তারকার কাছের বন্ধু হয়েই কি সারা জীবন কাটিয়ে দিতে চান অভিনেত্রী শ্রীময়ী!