Ayesha Bhattacharya: আসেনি প্রেমের ছোঁয়া, বাচ্চাদের দলে ঢুকেই ঠাকুর দেখা সারলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য

মন্টি শীল, কলকাতা: ইতিমধ্যেই মহালয়ার হাত ধরেই শুভারম্ভ হয়ে গিয়েছে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজোর। যার কারণে এখন থেকেই উৎসবের আমেজে হাবুডুবু খেতে শুরু করে দিয়েছেন সকলে। যদিও এক্ষেত্রে পিছিয়ে নেই টেলি তারকারাও। জানা গিয়েছে, দূর্গা পূজোর পঞ্চমী পর্যন্ত শ্যুটিং চালু থাকবে টলি পাড়ায়। তারপর শুধুই হুল্লোড় আর আনন্দ। আর এরই মাঝে তারকারা তাঁদের নিজেদের পুজো প্ল্যান ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় টেলি অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য ( Ayesha Bhattacharya ) তাঁর পুজো পরিকল্পনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

সূত্র অনুযায়ী, এই মুহূর্তে অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য’কে ( Ayesha Bhattacharya ) দেখা গিয়েছে আকাশ আট সম্প্রচারিত ধারাবাহিক ‘কাঞ্চি’ ( Kanchi )। যার কারণে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা একেবারে তুঙ্গে। যদিও এরই মাঝে অভিনেত্রী তাঁর পুজোর পরিকল্পনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। অভিনেত্রী জানান, ‘পঞ্চমী পর্যন্ত ধারাবাহিকের শ্যুটিং চলবে। এরপর ষষ্ঠীতে একটি ছোট্ট গেট টুগেদার করছে।’ তবে সপ্তমীতে সেরকম কোনও পরিকল্পনা না থাকলেও অভিনেত্রী আয়েশা দাস অষ্টমীতে তাঁর নিকট বন্ধুদের সঙ্গেই কাটাতে চান এবং নবমীর গোটা দিনটা অবশ্যই পরিবার প্রিয়জনদের সঙ্গে।

26c41

সাক্ষাৎকারে প্যান্ডেল হপিংয়ের প্রসঙ্গ উঠে এলে অভিনেত্রী জানান, ‘ঠাকুর দেখতে যাওয়া হয়তো সেভাবে হয়ে ওঠে না। তবে ষষ্ঠী পুজোর দিন মাঝ রাতে এবং একাদশীর দিন ফাঁকায় ফাঁকায় ঠাকুর দর্শন করার পরিকল্পনা রয়েছে।’ যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে একাধিক প্রতিমা দর্শন করার সুযোগ হয়ে ওঠে। তাই প্যান্ডেলে ঘোরার প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন তিনি। এরপর সাক্ষাৎকারে অভিনেত্রীর ছোট বেলার প্রসঙ্গ উঠে এলে আয়েশা ভট্টাচার্য জানান, ‘শৈশবে লাইন দিয়ে প্রতিমা দর্শন করা, রেস্তোরাতে খাওয়া দাওয়া, শপিং সবটাই করছেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিসের পরিবর্তন ঘটেছে।’

যদিও এরই মাঝে এক এদিন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য এক মজার ঘটনা অনুরাগীদের মাঝে ভাগ করে নেন। তিনি জানান, ‘গত ২০১৯ সালের পঞ্চমী পুজোর দিনের ঘটনা, প্যান্ডেল উদ্বোধন না হওয়ায় পুজো উদ্যোক্তারা প্যান্ডেলে প্রবেশ করতে দিচ্ছিলেন না। কিন্তু অনেক অনুরোধ করে উদ্বোধনের আগেই তিনি কিছু বাচ্চাদের দলে যোগ দিয়ে প্রতিমা দর্শন করে আসেন।’ যদিও এই ঘটনা আগেও একাধিকবার করেছেন বলে তিনি জানান। তবে দুর্গা পূজোকে কেন্দ্র করে একাধিক স্মৃতি গড়ে উঠলেও, আজও অভিনেত্রীর জীবনে প্রেমের পরশ ঘটেনি। অভিনেত্রী জানান, ‘অষ্টমীর দিন ধুতি-পাঞ্জাবি পরা পুরুষদের দেখে নজর স্থির হলেও আজও একটাও সঙ্গে গড়ে তুলতে পারেননি তিনি।’ যদিও অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসার পর অনুরাগী মহলে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলাই যায়।




Back to top button