Sohini Sengupta- নতুন বছরে আসছে সুখবর! ‘মা’ হচ্ছেন খড়কুটোর পুটুপিসি অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত

Seরাখী পোদ্দার, কলকাতা : মা (mother), পৃথিবীতে এই ‘মা’ ডাকটি সবথেকে মধুর। মায়ের সাথে শিশুর সম্পর্ক হয় নিবিড়। এই সম্পর্কের তুলনা বোধহয় আর অন্য কোনো সম্পর্কের সাথে করা চলে না। সম্প্রতি জানা গিয়েছে এই মিষ্টি ‘মা’ ডাকটি খুব শীঘ্রই শুনতে চলেছেন অভিনেত্রী (actress) সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। সোহিনী সেনগুপ্ত যিনি কিনা বাংলার ঘরে ঘরে ‘পুটুপিসি’ (putupisi) নামে পরিচিত। স্টার জলসার ‘খড়কুটো’ (kharkuto) সিরিয়ালে (Serial) পুটুপিসির চরিত্রে অভিনয় করেছেন তিনি। কি শুনে একটু অবাক হলেন তো? অভিনেতা অভিনেত্রীদের জীবনে কি চলছে অথবা কি হতে চলেছে তা জানতে আমরা সকলেই খুব আগ্ৰহী।
তবে এইক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখি রিয়াল লাইফে (real life) নয় বরং তিনি রিল লাইফে (reel life) মা হতে চলেছেন। না না খড়কুটোর পুটুপিসিও মা হচ্ছেন না এখনই। তবে সংবাদ সূত্রে খবর, ফের এক নতুন সিরিয়ালে দেখা যাবে সোহিনীকে। কালার্স বাংলায় (colors bangla) খুব শীঘ্রই আসতে চলেছে ‘সোনা রোদের গান’ (sona roder gaan) নামে একটি সিরিয়াল। আর সেই সিরিয়ালেই নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করবেন সোহিনী। আর তাঁর বিপরীতে দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে (Bhaskar Bandyopadhyay)। সিরিয়ালের নায়িকা আনন্দীর চরিত্রে অভিনয় করবেন পায়েল দে (payel dey) । তাঁর বিপরীতে আবার দুজন জনপ্রিয় অভিনেতার দেখা মিলবে। একজন বিত্তশালী ব্যবসায়ীর চরিত্রে থাকবেন সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Bandyopadhyay) এবং ঋষি কৌশিক (Rishi Kaushik) থাকবেন চিকিৎসকের ভূমিকায়।
গুঞ্জন শোনা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) চিত্রনাট্যের উপরে ভর করে ফের ছোটপর্দায় ফিরছেন ‘অর্চিবাবু’। আর সেই গুঞ্জনই এবার সত্যি হল। লীনা গঙ্গোপাধ্যায়েরই লেখা হিন্দি সিরিয়াল (hindi serial) ‘থোড়া সা বাদাল থোড়া সা পানি’র (Thora Sa Badal Thora Sa Pani) বাংলা রিমেক (bengali remake)হতে চলেছে এই সিরিয়াল। বহু বছর পর ছোটপর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন পায়েল। এর আগে ‘দেশের মাটি’ (Desher Mati) সিরিয়ালে অন্যতম মুখ্য চরিত্রে পায়েল অভিনয় করলেও খুশি হননি তেমন দর্শকেরা। খুব তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছিল সিরিয়ালটি।
আরও পড়ুনঃ বাস্তব জীবনেও এক সময় ‘কবীর সিং’ ছিলেন শাহিদ কাপুর, করিনাকে নিয়ে সহ-অভিনেতার সাথে বিতর্ক
অবশেষে দর্শকদের আক্ষেপ মিটতে চলেছে। চলতি বছরের শেষে শুরু হবে এই সিরিয়ালের শুটিং। আর নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হবেন ঋষি কৌশিক ও পায়েল দে। ততদিন অপেক্ষা শুধুমাত্র। সিরিয়ালের গল্প বলছে, আনন্দী বাবা মায়ের নয়নের মণি। আর আনন্দীও বাবা মার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে। বিক্রম অর্থাৎ সৌম্যর সঙ্গে তাঁর বিয়ে যখন পাকা তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনন্দীর বাবা ভাস্কর। এই সময়েই আনন্দীদের বাড়িতে আসেন চিকিৎসক ঋষি কৌশিক।