Neel-Trina: লক্ষ্মীর আরাধনায় নীল-তৃণা, কেমন কাটল তারকা দম্পতির পুজো পার্বণ? রইল ছবি

মন্টি শীল, কলকাতা: শারদৎসবের শুভ সমাপ্তি ঘটতেই এদিন সকাল থেকেই ধনদেবীর আরাধনায় ব্রতী হয়েছে বাঙালি। তিথি অনুযায়ী পূর্ণিমা শুরু হতেই বাড়ি বাড়ি বেজে উঠেছে শঙ্খধ্বনি, শুরু হয়েছে পুজোর মন্ত্রপাঠ, আয়োজিত হয়েছে নানাবিধ প্রসাদ সামগ্রী। তবে এই লক্ষ্মী পুজোর আয়োজন করা থেকে ব্রাত্য থাকেননি টেলি জগতের নামীদামী তারকারা। সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাবে, টলিউড সেলেবদের লক্ষ্মী পুজোয় রীতিমত মাতোয়ারা সমগ্র নেটনাগরিকরা।

আর এই সেলেবদের তালিকায় যাদের নামটা প্রথমেই উঠে এসেছে তাঁরা হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা ( Trina Saha ) এবং অভিনেতা নীল ভট্টাচার্য ( Neel Bhattacharya )। এদিন তিথি অনুযায়ী অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা তাঁদের বাড়িতেও আয়োজন করেছিলেন লক্ষ্মীপুজোর। কিন্তু কেমন ভাবে আয়োজন হল তাঁদের বাড়ির লক্ষ্মী পুজো? বিয়ের পর কোন কোন দায়িত্ব পালন করলেন অভিনেতা নীল ভট্টাচার্য? লক্ষ্মী পুজোর বাজার থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন, কীভাবে সম্পূর্ণ করলেন এই তারকা জুটি?

10c32

সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। সেখানেই তাঁরা তাঁদের লক্ষ্মীপুজোর বিশেষ কিছু মজার মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সূত্র অনুযায়ী, এদিনের সাক্ষাৎকারে অভিনেতা নীল ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, ছেলেবেলার লক্ষ্মীপুজো থেকে এখনকার লক্ষ্মীপুজোয় কী কী দায়িত্ব বেড়েছে? অভিনেতার উত্তর দেওয়ার আগেই অভিনেত্রী জানান, ‘কোনও দায়িত্ব বাড়েনি তাঁর। তাঁর দায়িত্বের সবটাই পালন করেন তাঁর বাবা-মা এবং অভিনেত্রী তৃণা নিজে। তিনি কেবল মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনেন।’

10c33

এখানেই শেষ নয় অভিনেত্রী জানান, ‘ফর্দ কী জিনিস তা কোনও দিন চোখে দেখেননি অভিনেতা নীল ভট্টাচার্য।’ যদিও অভিনেত্রীর সমস্ত কথায় সহমত পোষণ করে অভিনেতা জানান, ‘তাঁকে লিস্ট দেওয়া হলে তিনি অনলাইন অ্যাপ থেকে আনিয়ে দেন।’ তবে সে যাই হোক না কেন, টেলি জগতের এই জনপ্রিয় তারকা জুটির বাড়িতে যে জাঁকজমকের সঙ্গে লক্ষ্মী পুজো পালিত হয়েছে তা স্পষ্ট। তবে এদিন অভিনেতা জানান, ‘তাঁর বিশেষ কিছু চাওয়া পাওয়া না থাকলেও, তিনি একটাই প্রার্থনা করেন যেন কোভিড সংক্রমণের পরিস্থিতি যেন আর ফিরে না আসে।’ যা শোনার পর তাঁর ভক্তরা যে বিশেষ ভাবে মুগ্ধ হয়েছেন তা বলাই যায়।




Back to top button