Koel Mallick: গোয়েন্দাপ্রেমীদের “আচ্ছে দিন”, বিরতি কাটিয়ে ‛মিতিন মাসি’কে সঙ্গে পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক

একরত্তি সন্তানের ‘মা’ তিনি। টানা এক বছরের বেশি সময় পর্দার আড়ালে। অথচ যিনি সতের বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করেছিলেন। স্বামী, সংসার সন্তান নিয়ে রিয়েল লাইফ অভিনয়টাও জমিয়ে করলেন সারা বছর। একসময় মিঠুন চক্রবর্তী আর জিৎ-য়ের সঙ্গে অভিনয়ে দিয়েছিলেন পা। সালটা ২০০৩। নায়িকা মহলে যুক্ত হয়েছিল নতুন নাম কোয়েল মল্লিক ( koel mallick ) ।পদবী দেখেই চিহ্নিত করা যায় রঞ্জিত কন্যাকে। তবে অভিনয় নিষ্ঠা দিয়ে পিতৃ পরিচয়ের বাইরেও তৈরি করেছেন নিজস্ব জগৎ। দীর্ঘ বিরতিতে ভক্ত মহলে উঠছিল একটাই প্রশ্ন, কোয়েল কি তবে সংসারে মগ্ন হলেন, রূপোলি পর্দায় আর কি দেখা যাবে না তাকে।
img 20220907 113305

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, জানা গেল সুখবর। পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক।শেষ বনি এবং ফ্লাইওভার ছবিতে কাজ করেছিলেন। তারপর হঠাৎই অন্তরালে। বাকি তারকাদের মতো তাঁর জীবন নিয়ে কুৎসা নেই। ক্যামেরাতেও বিশেষ মুখ খোলেন না অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে বেশ চাপা স্বভাবের কোয়েল। অথচ ক্যামেরা ঘুরলেই আলোর ঝলকানিতে জেগে ওঠেন কোয়েল। হিরো ছাড়াই হিরোগিরিতে ওস্তাদ। ‘অরুন্ধুতী’, ‘মিতিন মাসি’, ‘রক্ত রহস্য’ তে মিলেছে তার প্রমাণ। তাই পর্দায় ফিরছেন আবারও ‘মিতিন মাসি’র ( Mitin Mashi 2 ) হাত ধরেই।
img 20220907 113526
বাঙালির গোয়েন্দা নিয়ে দুর্বলতা আছেই। কিন্তু ‘মিতিন মাসি’ ছাড়া সে অর্থে মহিলা গোয়েন্দার অভাব আছে বাংলা গল্পে। সুচিত্রা ভট্টাচার্যের লেখার জোরে জীবন্ত হয়ে ওঠেন মিতিন মাসি ওরফে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। সেই চরিত্রে আগেই হাত পাকিয়েছেন কোয়েল। এবার প্রজ্ঞাপারমিতা ওরফে মিতিন-মাসির ভূমিকায় আবারও রূপোলি পর্দায় দেখা যাবে তাকে। ‘মিতিন মাসি’র পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, গুজব নয় সত্যি। আপাতত ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এখনই খুব বেশি মন্তব্য করতে নারাজ অরিন্দম। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই কেরালায় ‘মিতিন মাসি ২’ ছবির শ্যুটিং শুরু হবে। কোয়েল ভক্তদের অপেক্ষার অবসান হতে বেশি দেরী নেই।




Back to top button