Rituparna Sengupta: বিদেশের মাটিতেই দেবীর আরাধনা, সিঙ্গাপুরে বসেই লক্ষ্মী পুজো করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

মন্টি শীল, কলকাতা: শারদৎসবের রেশ কাটতে না কাটতেই প্রকট হয়েছেন স্বয়ং ধনদেবী লক্ষ্মীর। আর সেই উপলক্ষ্যে গোটা বাংলা তথা বাঙালির ঘরে ঘরে আয়োজিত হয়েছে লক্ষ্মীপুজোর। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের নামীদামি তারকা সকলেই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছেন। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। তবে এদের মধ্যে এমন কিছু তারকারা রয়েছেন যারা দেশে না থাকলেও, করলেন ধনদেবীর আরাধনা। আর এই আলোচিত তারকাদের মধ্যে এক এবং অন্যতম নাম হল, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta )।
জানা গিয়েছে, শারদৎসবের একটা দীর্ঘ সময় অভিনেত্রী কলকাতাতেই কাঁটিয়েছেন, ছিলেন মুম্বাইতেও। কিন্তু শারদোৎসবের সমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গেই গত শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta )। সূত্র অনুযায়ী, কর্মসূত্রে সিঙ্গাপুরেই থাকেন তাঁর স্বামী। এমনকী তাঁদের ছেলেমেয়েরাও সেই দেশে পড়াশোনার সূত্রে থাকছেন। আর তাঁই সে দেশ পৌছেই নিয়ম মেনে তিনি আয়োজন করে ফেললেন লক্ষ্মী পুজোর। বলে রাখা ভাল, অভিনেত্রী প্রতি বছর নিয়ম মেনে নিজের বাড়িতে লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী। যা এবারও ব্যতিক্রম ঘটল না।
তবে খুব একটা জাঁকজমক ভাবে না হলেও, একেবারে স্বল্প আয়োজনেই পুজো সেরেছেন অভিনেত্রী। যার ছবি তিনি নিজেই তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর পরনে রয়েছে একটি চেক শাড়ি। তাঁর হাতে হাতে রয়েছে গাঁদা ফুলে সাজানো একটি থালা, যার মধ্যে রাখা ধনদেবী লক্ষ্মীর একটি ছোট্ট মুর্তি। এদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়াতে পুজোর মুহুর্তের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ লক্ষ্মীপুজো। জীবনে আপনার অনেক ধণসম্পদ এবং সুখ পান, সেই কামনা করি।’
View this post on Instagram
প্রসঙ্গত, সারা বছর চুরান্ত ব্যস্ততা থাকলেও, দুর্গা পুজোর চারটে দিন একেবারে চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি দুর্গা পুজোর সময় বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন এই টলি অভিনেত্রী। এরপর কলকাতায় এসে জমিয়ে সিঁদুরখেলাতেও অংশগ্রহণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। যার প্রতিটা মুহূর্ত নেটমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। শুধু তাই নয়, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর একাধিক সিনেমা। যার মধ্যে অন্যতম হল ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ নজরে এসেছে নেটমাধ্যমে। কিন্তু এসবের মাঝেই অভিনেত্রীর লক্ষ্মী পুজোর মুহূর্তের ছবি দেখে সেই সেই উত্তেজনা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে চলেছে তা বলাই যায়।