Mimi Chakraborty: হলুদ লেহেঙ্গায় পুজোর সাজে নায়িকা মিমি! পুজোর গানে মাতালেন সারা বাংলা

আসছে পুজো। পুজোর সাজে সাজছেন তারকা থেকে সাধারণ মানুষ। তবে আগের মতো এখনও রয়েছে পুজোর গানের চল। আগমনী গান থেকে আধুনিক গান, পুজো মানেই নতুন চমক। এই মুহূর্তে মিমি রয়েছেন খবরের শীর্ষে। কিছুদিন আগেই শব্দবিহীন ভিডিয়ো দিয়েছিলেন। যেখানে লাল সাদা শাড়িতে কোমড় দুলিয়ে ছিলেন তিনি। বাজিয়ে ছিলেন ঢাক ও।তবে ভিডিয়োতে শব্দ না থাকায় তুমুল সমালোচনায় পড়েছিলেন তিনি। তবে এবার এলো মিমির গানের ছোট্ট একটি টিজার।
হলুদ রঙের লেহেঙ্গায় বনেদি বাড়ির ঠাকুর দালানে হাজির মিমি। ‘বছর ঘুরে আবার পুজো’ নিয়েই পুজোর গানে নাচলেন তিনি। কখনও নমনীয় হাসি, কখনও দেবীর মতো অসুর বধের ইঙ্গিত নানা মহোময়ী নৃত্য ভঙ্গিতে মন ভরালেন দর্শকের। শুধু মিমি নয়, ছিল নাচের দলও।তবে অল্প একটু ঝলক দিয়েই থেমে গেল গান, মিমি জানালেন,’পুরো গানটার জন্য লিঙ্কে ক্লিক করে ২৪ তারিখ অর্থাৎ আজ থেকেই শোনা যাবে। আগেই একটি পোস্টার শেয়ার করে মিমি জানিয়েছিলেন , ২৪ সেপ্টেম্বর আসতে চলেছেন তাঁর পুজোর গান। সেই মতো এসে গেল এবারের পুজোর গান।
ষ
বেশীরভাগ মিমি অনুরাগীদের থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। গানের মধ্যে পুজোর একটা উন্মাদনা রয়েছে যা নেটিজেনদের বেশ টানছে। তবে অভিনবত্ব কতটা রয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও হলুদ লেহেঙ্গায় সেজে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেও ট্রোল হতে হয়েছে সাংসদ অভিনেত্রী মিমিকে । ছবিতে মিমি যেভাবে দাঁড়িয়েছেন তাতে দুর্গা প্রতিমার আড়াল হয়ে গিয়েছিল। অথচ ক্যাপশানে তিনি লিখেছিলেন ‘মা আসছে’। এক মন্তব্যকারী লেখেন, ‘মা আসছেন বলে তো মাকেই ঢেকে দিলেন?’, আরেকজন কটাক্ষ করে লিখেছেন,’মাঝখানে দাঁড়িয়ে চারপাশে দশহাত দেখিয়ে কী বোঝাচ্ছেন আপনিই মা দুর্গা?’ তবে সমালোচনার পাশাপাশি অসংখ্য মানুষের থেকে পেয়েছেন উৎসাহ।