Mimi Chakraborty: ‘শব্দ দূষণহীন গানের রেকর্ডিং!’ জানেন এই অসম্ভবকে কী করে সম্ভব করলেন মিমি?

পুজো বললে মাথায় প্রথম কী আসে? ঠাকুর দেখা, পেট পুজো, নতুন জামা আর? পুজোর গান। প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর রকমারি গান বাজতে থাকে। এক এক বছর তো থিম সং হয়ে যায় সেসমস্ত গান। পুজোর সিনেমায় একটা পুজোর গান থাকেই। আবার পুরানো দিনে চোখ রাখলে দেখা যায়, এই পুজোর সময় আসতো একাধিক শিল্পীর পুজোর অ্যালবাম। এখন সিডি-ডিভিডির চল তলানিতে। ইউ – টিউব অস্ত্রেই ঘায়েল সেসব। আর সে কারণেই পুজো মানেই এখন গান রিলিজ ইউ – টিউব চ্যানেলে। তবে শুধু সঙ্গীতশিল্পী নয়, নায়িকারাও রয়েছেন এই তালিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর পুজোর গান। এ নিয়ে কী বললেন তিনি?

এবার মহালয়ার আগেই পুজোর গান নিয়ে হাজির হয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বেশ কিছুদিন যাবৎ এই গান নিয়েই লাইম লাইটে তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল টিজার। অপেক্ষার অবসান ঘটিয়ে এসে গেল সম্পূর্ণ গানও। মহালয়ার ঠিক আগে মুক্তি পেল মিমির নতুন পুজোর গান।


তবে শুধু অভিনয় নয়, সঙ্গীতেও নিজের প্রতিভার পরিচয় দিলেন মিমি। গানটি তিনি নিজেই গেয়েছেন। মিমি গান বেশ ভালোই গান একথা অনেকের জানা, তবে একেবারে গান গেয়ে ইউটিউবে প্রকাশ করা এই দুঃসাধ্য কাজটিও তিনি সেরে ফেলেছেন সহজেই। কাদের সাহায্যে করলেন এই কঠিন কাজ এতো সহজেই? মিমি জানালেন, গানের কথা লিখেছেন লিংকন। কথাতে সুরও বসেছেন তিনিই। মিউজিক ভিডিওর পরিচালক তুহিন। সায়ক চক্রবর্তী সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন।মিমি এবং অন্যান্য সদস্যদের পোশাকের দায়িত্বে ছিলেন স্যান্ডি এবং অভিষেক রায়ের টিম। সকলে মিলে বেশ ভালো ভাবেই প্রচার সারলেন তারা। এ নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন মিমি?


মিমি জানিয়েছেন, তার অনুপ্রেরণা আসলে অনুরাগীরা। কাছের ভক্তরা অনেকেই জানতেন মিমির এই বিশেষ গুনটির কথা। তাদের অনুরোধেই সঙ্গীতের মঞ্চে হাজির মিমি। তার কথায়, “আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম পুজোর গান নিয়ে কিছু একটা করতে হবে। তার উপর আমার ইউটিউব চ্যানেলে অনেকেই মন্তব্য করতেন পুজোয় স্পেশ্যাল গান গাওয়ার জন্য। সেই কারণেই পুজোর গান নিয়ে আসা।” গান মুক্তি পাওয়ার পর দারুণ প্রশংসিত হচ্ছেন তিনি।

তিনি জানিয়েছেন, “অনেকগুলো গান তৈরি হয়েছিল। শেষমেশ এটা পছন্দ হয়। বিশ্বকর্মা পুজোর সময় গানটা শুট হয়। খুব তাড়াহুড়োর মধ্যে পুরো ব্যাপারটা হয়েছে। গানের মধ্যে পুজো ফিল রাখার চেষ্টা করেছি। আশা করি সবার ভাল লাগবে।” । এরই মধ্যে এই ভিডিও প্রায় ৫০ হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে।আগামী দিনে তা কয়েক লক্ষ মানুষের মন জয় করবে এমন আশা করছেন মিমি। মিমি বেশ আশাবাদী যে এবার পুজোতে তার গানটাই বাজবে প্যান্ডেলে প্যান্ডেলে। অন্তত কমেন্ট বক্সের উচ্ছ্বসিত প্রশংসা এই আশার সঞ্চার করছে।




Back to top button