মুসলিম হয়ে গণেশ পুজোর শুভেচ্ছা! মীরকে একহাত নিলেন হিন্দু কট্টরপন্থীরা
সাম্প্রদায়িক সম্প্রীতি’-এর মত গালভারী শব্দ যে শুধু খাতায়-কলমেই রয়ে গিয়েছে, তা আবারও বোঝা গেল সোশ্যাল মিডিয়ার দৌলতে। গণেশ পূজোর উন্মাদনা ঘিরে সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলীকে (Mir afsar ali ) পড়তে হল সোশ্যাল মিডিয়ার ‘অ্যান্টি-সোশ্যাল’-দের শাসানির মুখে। যেকোনো ধর্ম নির্বিশেষেই কোনোও শুভ হোক অনুষ্ঠানে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে থাকেন মীর, আজ গণেশ চতুর্থীতেও তার অন্যথা হয়নি।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি গণেশ মূর্তির ছবি দিয়ে বিখ্যাত অভিনেতা তথা সঞ্চালক লিখেছিলেন, ভ হোক, সুস্থ থাকুন। গনপতি বাপা মোরিয়া’। আর এই পোস্ট দেখা মাত্রই কমেন্ট সেকশনে রে রে করে আসে একঝাঁক কট্টরপন্থী হিন্দু।
তাদের সাফ বক্তব্য একজন মুসলিম হয়ে কেন গণেশ পুজো নিয়ে মাতামাতি মীরের? এক ব্যক্তি তো কোনোরকম রাখঢাক না রেখেই সাফ জানান, ‘একজন মুসলিম সন্তান হয়েও আপনাকে কি এগুলি মানায়?’ অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বী নেটিজেনদের একাংশের প্রশ্ন, তুমি কেমন মুসলমান মীর ভাই?’
এই প্রথমবার নয় এর আগে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাতে গিয়েও জনতার রোষের মুখে পড়েছেন তিনি। ধর্ম নিয়ে কথা বললেই আজকাল কারোর না কারোর ভাবাঘাতে আঘাত যে লাগবে তা বলাই বাহুল্য। কিন্তু কোনো কালেই এসবে বিশেষ কান দেননা তিনি। তার বিশ্বাস, ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’। এত সাম্প্রদায়িক কমেন্টের ভীড়ে মীরকে সাহস জুগিয়েছে – ‘মানবতা সেরা ধর্ম মীর দা সেটা পালন করে’ এমন কিছু কথাও।
গত বছর শারদীয়ার সময় ঘরোয়া বাঙালি সাজে ছবি পোস্ট করে মীর লিখেছিলেন, ”যে কয় মোরে বেশ্যার পোলা / তারে বুকেই জড়িয়ে ধরি/বেশ্যাও যে মায়ের জাত / তারে সমান সজদা করি/ ধর্ম বিভেদ ভরাবে কি পেট/ শুধায় আপনজনে/ যাহা মসজিদ, তাহাই মন্দির/ ভক্তি রবে মনে/ আজানের ডাকে নামাবলী পরি/ আবেগ মানবরূপী/ যে শিরে বরিষে গঙ্গার জল সেই মাথাই ঢাকে টুপি ॥” সম্প্রীতির এই বার্তা দিতে মুখ লাগান না মীর, কথায় আছে যারা বোঝার তাদের জন্য ঈশারাই কাফি।