চেনাই যায় না! মিঠাই রানির লাস্যময়ী ছবি দেখে রাতের ঘুম উড়ল মনোহরা ভক্তদের

অনীশ দে, কলকাতা: সচরাচর তাঁকে দেখা গিয়েছে একজন ছাপোষা মধ্যবিত্ত মেয়ের চরিত্রে। মিঠাই ধারাবাহিকে সৌমিতৃষার (Soumitrisha Kundu) রূপ যে একেবারে সাধারন, তা বলাই বাহুল্য। তবে এইবার নিজের ইনস্টাগ্রামে সৌমিতৃষা (Soumitrisha Kundu) এমন ছবি শেয়ার করলেন যা দেখে স্তম্ভিত সবাই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কিছু লাস্যময়ী ছবি শেয়ার করেন সৌমিতৃষা। আর সেই দেখেই রাতের ঘুম উড়েছে তাঁর অনুগামীদের। সম্প্রতি নিজের (Soumitrisha Kundu) ইনস্টাগ্রামে এমনই কিছু ছবি শেয়ার করেছেন মিঠাই (Mithai) রানি। দেখে চেনাই দায়, যে এটা মিঠাই রানি (Mithai) নাকি অন্য কেউ।

soumi 3

ছবি সামনে আসতেই হতবাক মিঠাই ভক্তরা। বেশিরভাগ সময়ই ভারতীয় নারী অবতারে ধরা দেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তবে সম্প্রতি নিজের ছাপোষা ইমেজ কিছুটা হলেও পরিবর্তন করতে চাইছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu), তা বলাই বাহুল্য। কয়েকদিন আগেই হট অবতারে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। তবে এইবার এক নামজাদা পত্রিকার জন্যে উষ্ণতা বাড়ালেন তিনি। মোট তিন ধরনের পোশাকে দেখা গিয়েছে তাঁকে (Soumitrisha Kundu)। সাদা রঙের শার্ট আর বাদামি স্কার্টে অনন্য লাগছে সৌমিতৃষাকে। অন্যদিকে কমলা গাউনে তাঁর উন্মুক্ত ছবি যেন উষ্ণতা আরও কিছু গুণ বাড়াতে সক্ষম হয়েছে।

সর্বশেষে লাল রঙের স্কার্ট এবং কালো রঙের ক্রপ টপ যেন সৌমিতৃষার রূপের মায়া বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। মাত্র কয়েকদিন আগেই এক কালো পোশাকে নজর কেড়েছিলেন সৌমিতৃষা। তবে সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা কেন চাইছেন নিজের অবতার বদলাতে? ক্যারিয়ারে মিঠাই ছাড়াও অন্য চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করার জন্যই কি এই কৌশল? তা অবশ্য আসন্ন সময়েই জানা যাবে। তবে অভিনেত্রী যে শুধু ধারাবাহিকেই অভিনয় করতে চান না, সেটা আগেই জানিয়েছেন তিনি। তবে কি খুব তাড়াতাড়িই টলিউডের ছবিতে মুখ্য চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মিঠাই রানি?

soumi 2

কারণ একসময় টিআরপি তালিকায় রাজত্ব করলেও ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে মিঠাইয়ের রেটিং পয়েন্টস। প্রথম স্থানে রয়েছে ধুলোকণা(৮.২), দ্বিতীয় স্থানাধিকারী আলতা ফড়িং(৮.০), তৃতীয় হয়েছে গৌরি এলো এবং গাঁটছড়া(৭.৯), চতুর্থ স্থানে লক্ষ্মী কাকিমা সুপারস্টার(৭.৩) এবং পঞ্চম হয়েছে জগদ্ধাত্রী(৭.১) এবং গত সপ্তাহে পঞ্চম স্থানে রইলেও এইবার আরও এক স্থান নিচে নামল মিঠাই (৭.০)।




Back to top button