Mithai: রচনার মঞ্চে নতুন চমক, ‛দিদি নম্বর ওয়ান’ হতে খেলায় আগমন মিঠাইরানির, সঙ্গী কে?

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে বাংলা টলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় শো হিসেবে দর্শকদের মাঝে উঠে এসেছে জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’( Didi No 1 )। জনপ্রিয় এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে প্রায়সই টলিউড চলচ্চিত্র জগতের কলাকুশলীদের উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু এরই মাঝে কিন্তু দর্শকদের প্রিয় মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু’কে ( Soumitrisha Kundu ) এই মঞ্চে দেখতে পাননি। যার দরুণ কিছুটা আক্ষেপ ছিল তাঁর অনুরাগীদের মনে, এমনকী এবিষয় নিয়ে একাধিক আলোচনার সূত্রপাতও ঘটে। কিন্তু অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
কারণ, খুব শীঘ্রই লক্ষ্মীপুজো স্পেশাল পর্ব সম্প্রচারিত করতে চলেছে জি বাংলার ( Zee Bangla ) এই সুপারহিট রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান ( Didi No 1 )। যেখানে প্রথমবার শোয়ের মঞ্চে হাজির হতে চলেছেন দর্শকদের প্রিয় মিঠাইরানি ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )। যা শোনার পর ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা নজরে এসেছে মিঠাই অনুরাগীদের মাঝে। এমনকী সংশ্লিষ্ট চ্যানেল কতৃপক্ষ দ্বারা প্রকাশিত শোয়ের প্রোমো প্রকাশ করার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, আগামী ৯ই অক্টোবর অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো এবং সানডে ধামাকা পর্বে উপস্থিত থাকতে চলেছেন মিঠাইরানি।
যা এককথায় বলতে গেলে, কোজাগরী পূর্ণিমায় জি বাংলার তরফ থেকে এক দারুণ উপহার পেতে চলেছেন মিঠাই ভক্তরা। তবে শুধুমাত্র মিঠাই নয়, জনপ্রিয় এই গেম শোয়ে উপস্থিত থাকতে চলেছেন দর্শকদের প্রিয় উচ্ছেবাবু ওরফে অভিনেতা অদৃত রায় ( Adrit Roy )। তবে একজন প্রতিযোগি হিসেবে নয়, এদিন অভিনেতা অদৃত রায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চ কাঁপাবেন তাঁর নিদারুণ গানের কন্ঠ দিয়ে। ভাইরাল হওয়া প্রোমোতে দেখা গিয়েছে, একেবারে মিঠাই লুকে শোয়ে উপস্থিত হবেন উপস্থিত হবেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তাঁর পরণে রয়েছে একটি হলুদ রঙের সিল্ক শাড়ি।
এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মিঠাই এবং উচ্ছেবাবুর সঙ্গে থাকতে চলেছেন মিঠাইরানির দুই ননদ নিপা এবং শ্রীতমা। শোয়ে মিঠাইরানি ‘হুরহুর ইংরেজি’ এবং গানের তালে অভিনেত্রীদের কোমর দোলাতে দেখে দর্শকরা ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন তা প্রোমো দেখলেই টের পাওয়া যাবে। বলে রাখা ভাল, বেশ কিছু সপ্তাহ টিআরপি তালিকায় মিঠাই শীর্ষ স্থান অর্জন করলেও, বিগত বেশ কয়েক সপ্তাহ সন্তোষজনক ফলাফল করতে পারেনি এই ধারাবাহিক। যার কারণে একাধিক আলোচনার সূত্রপাত ঘটেছে টেলিপাড়ায়। এমনকী দীর্ঘদিন কোনও প্রোমো প্রকাশিত না হওয়ায় কর্তৃপক্ষের উপর বেশ কিছুটা ক্ষুদ্ধ হয়েছেন ভক্তরা। কিন্তু দিদি নাম্বার ওয়ানের এদিনের পর্ব দেখার পর তাঁদের সেই ক্ষোভ কিছুটা নির্মূল হতে চলেছে তা বলাই যায়।