Kaushambi Chakraborty: হাতে পদ্ম, মুখে মায়াবী হাসি! ‛মিঠাই’য়ের কৌশম্বীর দুর্গা সাজ দেখে প্রেমে হাবুডুবু নেটিজেনরা

মন্টি শীল, কলকাতা: শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষের শুভ সূচনা। দূর্গা পুজোর আমেজে রীতিমত মেতে উঠেছে গোটা বাংলা তথা বঙ্গবাসী। যদিও এই উৎসবের আমেজে গা ভাসাতে বাকি দেরি করেননি বিনোদন জগতের নামীদামী তারকারাও। সারা বছরের দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে দূর্গা পুজোর এই চারটে দিন উপভোগ করতে ইতিমধ্যে সকলেই নিজ নিজ পরিকল্পনা সেড়ে ফেলেছেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও পুজোর আগেই পুজোর সাজ দিয়ে নেটনাগরিকদের নজর কেড়েছে। যেমনটা এদিন একঝলক নজরে এল।
খুব সম্প্রতি জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ( Kaushambi Chakraborty ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর এক নজর কাড়া লুক। ছবিতে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ( Kaushambi Chakraborty ) ধরা দিয়েছেন এক লাল রঙের শাড়িতে, সঙ্গে তাঁর পরনে ছিল মানানসই গহনা। পুজোর সাজে টেলি অভিনেত্রীর এই অপরূপ সৌন্দর্য দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন নেটনাগরিকরা। এমনকী আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য। যেখানে অভিনেত্রীর একজন অনুরাগী তাঁর সৌন্দর্যের প্রসংশা করে বলেছেন, “তোমাকে সাক্ষাৎ মা দুর্গা লাগছে”।
View this post on Instagram
সম্প্রতি এই জনপ্রিয় টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী’কে ( Kaushambi Chakraborty ) অভিনয় করতে দেখা গিয়েছে জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই’তে ( Mithai )। যেখানে তিনি ধারাবাহিকের মুখ্য চরিত্র সিদ্ধার্থের দিদিয়া ভূমিকায় অভিনয় করছেন। বলতে কোনও দ্বিধা নেই, মিঠাই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে তুমূল জনপ্রিয়তা অর্জন করেছেন ধারাবাহিকের নন্দা ওরফে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। যদিও এর আগে একাধিক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গেলেও, মিঠাই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী বাংলা তথা বাঙালি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
View this post on Instagram
এমনকী, দর্শক মহলের একাংশের কাছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ‘দিদিয়া’ বলে পরিচিত। তবে এই বিপুল জনপ্রিয়তার মাঝেও একদা একাধিক আলোচনার সূত্রপাত ঘটেছে এই অভিনেত্রীকে কেন্দ্র করে। কারণ বেশ কিছু সময় আগে নেটমাধ্যমে গুঞ্জন শোনা গিয়েছিল, দিদিয়া ওরফে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী অভিনেতা অদৃত রায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। যার পরিপ্রেক্ষিতে একাধিক আলোচনার সূত্রপাত ঘটে মিঠাই অনুরাগীদের মাঝে। কিন্তু এবিষয়ে প্রকাশ্যে কাউকেই কোনও রকমের মন্তব্য করতে শোনা যায়নি। তবে এই শারদৎসবের শুভ লগ্নে অভিনেত্রীর ছবি দেখার পর আপাতত সেই জল্পনার অবসান ঘটেছে তা বলাই যায়।