Weekly TRP List: নাইট ড্রেস বিতর্কে বাজিমাত! কাহিনীর জোরে আবারও ‘বেঙ্গল টপার’ মিঠাইরানি

মন্টি শীল, কলকাতা: ইদানিং দর্শক মহলের কাছে আলোচনার এক অন্যতম বিষয় হয়ে উঠেছে বাংলার মেগাসিরিয়াল। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন গল্পের ঝুলি নিয়ে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে একের পর এক ধারাবাহিক। কিন্তু এরপরেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, গল্পের একঘেয়েমি চলে আসার দরুন কিছু কিছু ধারাবাহিক তাঁর জনপ্রিয়তা হারিয়ে ফেলে ফেলেছে। যার এক ছোট্ট প্রতিফলন পাওয়া গিয়েছে সাপ্তাহিক টিআরপি তালিকাতে ( Weekly TRP List )। কিন্তু সেই সমস্ত বিষয়কে দুরে সরিয়ে রেখে নিজেদের জনপ্রিয়তাকে পুনরুদ্ধার করতে সচেষ্ট বাংলা ধারাবাহিক এবং তাতে অভিনীত তারকারা।

কিন্তু তাঁর পরেও আলোচনা যেন থামতেই চাইছে না। আর এই আলোচিত বাংলা মেগা সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল জি বাংলার পর্দায় সম্প্রচারিত ‘মিঠাই’। টেলিভিশনের এই লোকপ্রিয় ধারাবাহিক বেশ কিছু সপ্তাহ যাবৎ বাংলার টপার হিসেবে তালিকায় শীর্ষ স্থান দখল করে রাখলেও, মাঝে বেশ কিছু দিন সেই স্থান হারিয়ে ফেলেছিল। যার দরুন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। কিন্তু বিগত সপ্তাহের টিআরপি তালিকা ( Weekly TRP List ) অনুযায়ী দেখা গিয়েছে মিঠাই ফের একবার তাঁর শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে মোট ৫২ সপ্তাহ বাংলার টপার হিসেবে টিআরপি তালিকায় শীর্ষ স্থান অর্জন করার নতুন রেকর্ড তৈরী করেছে মিঠাই।

28c52

যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র দর্শক মহলে। কিন্তু দর্শদের এই আলোচনা আর পাল্টা আলোচনা তো সারা সপ্তাহ বজায় থাকবে। আর এরই মধ্যে প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা ( Weekly TRP List )। যেখানে উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে এই সপ্তাহে তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই। যার মোট প্রাপ্ত নম্বর ৮.৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এই ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর ৭.৮। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা ধারাবাহিক আলতা ফড়িং। যার প্রাপ্ত নম্বর ৭.৫। চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাঁটছড়া।গাঁটছড়া যার সর্বমোট প্রাপ্ত নম্বর ৭.৪।

শ্রেষ্ঠ বাংলা ধারাবাহিকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গৌরী এলো। যার প্রাপ্ত নম্বর ৭.৩। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক ধুলোকণা। প্রাপ্ত নম্বর ৬.৮। সপ্তম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। যার মোট প্রাপ্ত নম্বর ৬.২। অষ্টম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক মন ফাগুন এবং অনুরাগের ছোঁয়া (৫.৯)। নবম স্থানে রয়েছে উমা (৫.৮) তালিকার সর্বশেষ নাম অনুযায়ী দশম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক খেলনা বাড়ি (৫.১)। তবে ধারাবাহিকের এই তালিকায় শীর্ষ স্থান দখল করা নিয়ে প্রতিদিনই বজায় থাকবে প্রতিযোগিতা। বজায় থাকবে ধারাবাহিকের আশা যাওয়া, নতুন ভাবনা নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হওয়া। কিন্তু এই বাংলা ধারাবাহিক যে সমগ্র বাঙালি দর্শকদের কাছে সর্বকালের সেরা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে তা বলতে কোনও দ্বিধা নেই।




Back to top button