Mithai: তবে কি সত্যিই বিদায় ঘনিয়ে এল মিঠাই’র? ধারাবাহিকে এই অভিনেতাদের ব্রাত্য হওয়া নিয়ে চিন্তিত ভক্তরা

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই ( Mithai ) দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও, বিগত দু’সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় সেরা পাঁচ নম্বরের নিজের স্থান অর্জন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে এই ধারাবাহিক। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে এমনও গুঞ্জন শোনা গিয়েছে শারদীয়ার শুভ সমাপ্তি ঘটলেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে মিঠাই  ( Mithai )। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে কোনও রকমের মন্তব্য পেশ করতে দেখা যায়নি।

কিন্তু সমালোচকদের মাঝে এই জল্পনা ক্রমশই জোড়ালো হচ্ছে। কারণ ইদানিং মিঠাই অনুরাগীদের মাঝে এক নতুন চিন্তা বাসা বেঁধেছে। দীর্ঘ কয়েক মাস যাবৎ জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই ( Mithai ) থেকে ব্রাত্য হয়েছেন ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকার। সূত্র অনুযায়ী, বর্তমানে অভিনেতা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘পিলু’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অপরদিকে রুদ্র-নিপার কাহিনী মাঝ পথে রেখে এই ‘পিলু’ ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন ‘রুদ্র’ ওরফে অভিনেতা ফাহিম। তবে সম্ভবত এইবার ঠিক এমনটাই হতে চলেছে মিঠাই ধারাবাহিকের শ্রীতমা এবং রাতুলের সঙ্গে।

5c32

সূত্র মারফত জানা গিয়েছে, খুব জি বাংলার ( Zee Bangla ) পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এক নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ( Neem Phuler Modhu )। যার প্রোমো ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে মিঠাই অনুরাগীদের। অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাশ অভিনীত এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই মিঠাই অনুরাগীদের মনে জগতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করেছেন, রাত আটটার স্লটে এই ধারাবাহিক আসবে না তো? এখানে শেষ নয়, মিঠাই অনুরাগীদের চিন্তার আরও একটি বিষয় হল, এই আসন্ন বাংলা ধারাবাহিকে অভিনেতা রুবেল দাশের পরিবারের সদস্য হিসেবে দেখতে পাওয়া যাবে রাতুল ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিংহ’কে ( Uday Pratap Singh )।


আসন্ন বাংলা ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এর প্রোমো দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি সোমদার মতো মিঠাই থেকে ব্রাত্য হতে চলেছেন রাতুল? যদিও আবার অনেকেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন, অভিনেতা উদয় প্রতাপ সিংহ একসঙ্গে দুটি ধারাবাহিকে কাজ করবেন। তবে উদ্বেগ যেন কোনও  মতেই পিছু ছাড়তে নারাজ। সূত্র অনুযায়ী, জি বাংলার আসন্ন বাংলা ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এর কাস্টিং এবং টাইম স্লট নিয়ে ইতিমধ্যেই জোড় আলোচনার সূত্রপাত ঘটেছে নেটমাধ্যমে। অপরদিকে খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘লালকুঠি’। আর কোন স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক তাঁ নিয়ে উদ্বিগ্ন দর্শক মহল। তবে সম্ভবত প্রাইম স্লটেই এই ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক, বলে মনে করছেন অনেকেই।




Back to top button