দ্যুতির দিকে আকৃষ্ট হচ্ছে ঋদ্ধি! খড়ির সন্দেহ কি তবে সুবিধা করে দেবে কিয়ারাকে ?

অনীশ দে, কলকাতা: টিআরপি তালিকায় তেমন ওঠানামা না করতে হলেও সম্পর্কের ওঠাপড়া লেগেই আছে গাঁটছড়ায় (Gaatchora)। খারাপ সময় কাটিয়ে খুশির মেজাজে রয়েছে এখন সিংহ রায় পরিবার। বাঁধা বিপত্তি কাটিয়ে সিংহ রায় পরিবারের দায়িত্ব এখন দ্যুতির উপর। তাদের লিড ডিজাইনারের জুতোয় পা গলিয়েছে খড়ি। ব্যবসার হাল কিছুটা ফেরায় এক ঘরোয়া পার্টির আয়োজন হয়েছে সিংহ রায় বাড়িতে। অতিথি সংখ্যাও নেহাত কম নয়। পার্টি চলাকালীন পরিবারের সকলে আনন্দ উদযাপন করছিল। আর সেখানেই ঘটল সেই ঘটনা।
পার্টিতে খড়ি এবং ঋদ্ধি এক পুরনো বাংলা গানের সুরে একে অপরকে জানান দিচ্ছিলেন, হয়তো তোমারই জন্য.. গানের তালে নাচছিল খড়ি এবং ঋদ্ধি। আর তারই মধ্যে ঘটল বিপত্তি। দাদার জেল সফরের কারণে প্রতিশোধে ফুটছিল কিয়ারা, তবে কোনোমতেই সে ফাটল ধরাতে পারেনি খড়ি এবং ঋদ্ধির মধ্যে। তবে এইবার দ্যুতির কারণে কিয়ারার মুখে হাসি ফুটলেও ফুটতে পারে। পার্টিতে নাচ করার সময় ভারসাম্য না রাখতে পারায় তাঁকে ধরে ফেলে ঋদ্ধি। আর সেখানেই বিপত্তি। এই ঘটনা দেখে গোটা পরিবারের মাথা লজ্জায় নেমে যায়।
এরপরেই মাঠে নেমে পড়ে কিয়ারা। খড়িকে নিজের দিদি এবং স্বামীর বিরুদ্ধে চালনা করার চেষ্টা করে সে। ঋদ্ধির প্রথম পছন্দ যে দ্যুতি ছিল সেই কথাও খড়িকে মনে করতে ভোলে না কিয়ারা। তবে কিয়ারার কথা কানে নে না খড়ি। উল্টে তাঁর গালেই সপাটে চড় কষায় সে। ওইদিকে ঋদ্ধি এবং দ্যুতিকে একসঙ্গে বেরিয়ে যায় পার্টি থেকে। সেই দেখে খড়ির মনে কুহু ডাকে। ঋদ্ধির সঙ্গে কথা বলতে না পারে সন্দেহ জাগে খড়ির মনে। দেখার অপেক্ষা, দ্বন্দ্ব কাটিয়ে কি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে খড়ি এবং ঋদ্ধি?
টিআরপি-র নিরিখে এই মুহূর্তে সবার উপরে রয়েছে স্টার জলসার (Star Jalsha) ধুলোকণা। এই সপ্তাহে ধুলোকণার ঝুলিতে এসেছে ৮.২ পয়েন্টস। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং (৮.০),৭.৯ পয়েন্টস পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে গৌরী এলো এবং গাঁটছড়া। চতুর্থ স্থান পেয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩) এবং পঞ্চম স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী, এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৭.১।